নির্বাচনের আগে গণভোটের সুযোগ এখন আর নেই : ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনের আগে গণভোটের সুযোগ এখন আর নেই : ফখরুল
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫



নির্বাচনের আগে গণভোটের সুযোগ এখন আর নেই : ফখরুল

নির্বাচনের আগে গণভোট করার সুযোগ এখন আর নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট করার কোনো সুযোগ এখন আর নেই। নির্বাচনের দিনই গণভোট হবে।

শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জেএসডি-এর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আমরা সংস্কার চাই, সংস্কার করতে শুরু করেছি। আমরা সনদে স্বাক্ষর করেছি। আমরা কোনো বিভ্রান্তি সৃষ্টি করিনি। আমরা অবশ্যই যেসব বিষয়ে একমত হয়েছি, সেগুলো আমরা সংস্কার করব।

তিন বলেন, আজকে যারা গণভোট নিয়ে গোলমাল করেছেন, রাস্তায় নেমেছেন, তাদের অনুরোধ করব, জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায়, সেটার বিরোধিতা করবেন না।

একটি মহল নির্বাচনকে বিলম্ব করতে উঠেপড়ে লেগেছেও দাবি করেন মির্জা ফখরুল। বলেন, গত ১৫ বছর আমরা যাদের নিয়ে একসঙ্গে লড়াই করেছি, তাদের নিয়েই আমরা সরকার গঠন করতে চাই।
আমরা জাতীয় সরকার গঠন করতে চাই। আসুন, সবাই আমরা এই নির্বাচনকে উপভোগ্য করে সামনের দিকে এগিয়ে যাই। নির্বাচনকে সুন্দর-সুষ্ঠুভাবে করে জনগণের একটা সরকার গঠন করি।

অন্তর্বর্তী সরকার বর্তমানে সংকট তৈরি করেছে দাবি করে ফখরুল বলেন, বর্তমানে যে সংকট তৈরি হয়েছে, এটা তৈরি করেছে বর্তমান সরকার। তারা যে কমিটি অর্থাৎ কমিশন গঠন করেছে দীর্ঘ আট-নয় মাস ধরে সেখানে নানা আলোচনা হয়েছে ঐকমত্যের বিভিন্ন সংস্কার বিষয়ে।
ঐকমত্য কমিশনের কয়েকটা বিষয় নিয়ে আমরা একমত হতে পারিনি।

তিনি বলেন, আমরা ইলেকশনে যাব এবং আমাদের নির্বাচনী ইশতেহারে এসব বিষয়গুলো নিয়ে আসব। যদি জনগণ আমাদের ভোট দেয়, যদি সরকার গঠনের সুযোগ পাই, সেগুলো আবার সামনে নিয়ে আসব। পরে সেগুলো আমরা পার্লামেন্টে পাস করিয়ে দেশের পরিবর্তন করব।

বাংলাদেশ সময়: ১৬:০৬:২৬   ৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ ও চীনের উন্নয়ন দৃষ্টিভঙ্গি অভিন্ন, ঢাকা-গুয়াংজু সহযোগিতার নতুন দিগন্তে
হাসিনা পালালেও তাদের নেতাকর্মীদের প্রশাসন পাহারা দিচ্ছে: অ্যাটর্নি জেনারেল
ভোট দিতে পারবেন প্রবাসী ও কারাগারের ভোটাররা : ইসি আনোয়ারুল
লিবিয়া থেকে ফিরলেন ৩১০ বাংলাদেশি
চরিত্রই মানুষের জীবনের প্রকৃত অলঙ্কার - ধর্ম উপদেষ্টা
সরিষাবাড়ীতে সাংবাদিকের ওপর হামলা, “ঠ্যাং কেটে ফেলার হুমকি- দুই সাংবাদিক লাঞ্ছিত
আওয়ামী লীগের সঙ্গে এনসিপির সমঝোতার প্রশ্ন অবান্তর: হাসনাত
‌‘বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি’
সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের প্রতিবাদে জেরুজালেমে ২ লাখ ইহুদির বিক্ষোভ
ইউজিসির কাছে ৬ দাবি সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ