বুধবার, ৫ নভেম্বর ২০২৫

ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: ডা. জাহিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: ডা. জাহিদ
বুধবার, ৫ নভেম্বর ২০২৫



---

ডা. এ জেড এম জাহিদ বলেছেন, ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।

তিনি বলেন, কেউ কেউ বিচ্ছিন্ন কথা বলে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। যারা ভাবছেন গণতন্ত্রে যাওয়ার পথকে দীর্ঘস্থায়ী করা যাবে এবং বিভাজন সৃষ্টি করে গণতন্ত্রকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারা বোকার স্বর্গে বাস করছে।

বুধবার (৫ নভেম্বর) রাজধানীর কাকরাইলে শ্রমিক দলের আলোচনা সভায় ডা. এ জেড এম জাহিদ এসব কথা বলেন।

সরকারের কেউ কেউ এদিক সেদিক কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ডা. জাহিদ। তিনি বলেন, ক্ষমতায় বসে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র জনগণ রুখে দেবে।

খালেদ জিয়ার আগ্রহ ও দলের ইচ্ছেয় তাকে মনোনয়ন দেয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:৪১:৩৬   ৭৬ বার পঠিত