
ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ‘নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। সব ষড়যন্ত্র খড়কুটার মতো ভেসে যাচ্ছে, ভেসে যাবে। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে। আমরা আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে বিজয়ী হবো।
এলাকার সব মানুষের বিজয় হবে, ইনশাআল্লাহ।’
আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে শহিদুল ইসলাম বাবুল নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রার্থী হিসেবে আগমন উপলক্ষে নেতাকর্মীদের সংবর্ধনা উপলক্ষে ভাঙ্গা ঈদগাহ মাঠে এক সংক্ষিপ্ত পথসভায় শহিদুল ইসলাম বাবুল এ কথা বলেন।
এর আগে শহিদুল ইসলাম বাবুলকে প্রায় সহস্রাধিক মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানাতে সমবেত হন।
শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘ভাঙ্গায় কোনো হিংসা-প্রতিহিংসার রাজনীতি আমরা করব না, করতে দেওয়া হবে না।
দল-মতের ভিন্নতার কারণে কাউকে নিগৃহীত করা হবে না। ধর্মের কারণে কেউ নিগৃহীত হবেন না। আমরা তাদের নিরাপত্তা দেব। সবাইকে সঙ্গে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।
তিনি বলেন, ‘যারা আমার দল করেন, রাজনীতি করেন তাদের আমি স্যালুট জানাই, শুভেচ্ছা জানাই। এর আগে যারা ভিন্ন জায়গায় ছিলেন তারা-আমরা একসঙ্গে কাজ করব।’
এ সময় জেলা বিএনপির সদস্যসচিব একে কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন সেলিমসহ অন্য নেতাকর্মীরা বক্তব্য দেন। পরে শহিদুল ইসলাম বাবুল সমবেত নেতাকর্মীদের বহর নিয়ে সদরপুর ও চরভদ্রাসন উপজেলায় পৃথক সমাবেশে যোগ দেন।
বাংলাদেশ সময়: ২০:২২:১৬ ১০ বার পঠিত