![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ডোয়াইল ইউনিয়ন ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি তাওহিদুল ইসলাম’কে একদল দুর্বৃত্তরা বর্বরোচিতভাবে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুর্বৃত্তরা তাঁর সঙ্গে থাকা ত্রিশ হাজার টাকা ছিনতাই করে নেয় এবং তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি সম্পূর্ণভাবে ভাঙচুর করে। ঘটনাটি ঘটেছে ডোয়াইল ইউনিয়নের গোবিন্দপুর বাজারে।
বুধবার (৫ নভেম্বর) বিকালে ভুক্তভোগীর পরিবার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। আহত তাওহিদুল ইসলামের অভিযোগ সূত্রে জানা যায়,
মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে, তিনি গোবিন্দপুর বাজারে বাজার করতে যান।এসময় পূর্বপরিকল্পিতভাবে ওঁত পেতে থাকা কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা করেন। দূর্বৃত্তরা লোহার রড দিয়ে এলোপাথারিভাবে পিটিয়ে তাওহিদুল ইসলামকে গুরুতর আহত করে মাটিতে ফেলে দেয়।
হামলাকারীরা তাঁর সঙ্গে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনতাই করে নেয় এবং তাঁর মোটরসাইকেলটি সম্পূর্ণরূপে ভেঙে ফেলে। স্থানীয়রা তার ডাক চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
আহত তাওহিদুলের অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন- গোবিন্দপুর গ্রামের মোঃ বিদ্যুৎ মিয়া, স্বপন মিয়া ও মনির উদ্দিন। এছাড়াও মহিষাকান্দি গ্রামের হুমায়ুন মিয়া ও আদাচাকী গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম।
এ বিষয়ে সরিষাবাড়ী থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ভুক্তভোগী ও তাঁর পরিবার আশাবাদ ব্যক্ত করেছেন যে, পুলিশ ঘটনা তদন্ত করে দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।
বাংলাদেশ সময়: ২৩:০৫:৩৯ ৮১ বার পঠিত