বুধবার, ৫ নভেম্বর ২০২৫

পরিবহন শ্রমিকদের কল্যাণ ফান্ড গঠনের নির্দেশ ডিসির

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরিবহন শ্রমিকদের কল্যাণ ফান্ড গঠনের নির্দেশ ডিসির
বুধবার, ৫ নভেম্বর ২০২৫



পরিবহন শ্রমিকদের কল্যাণ ফান্ড গঠনের নির্দেশ ডিসির

নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ডিসি পরিবহন শ্রমিকদের কল্যাণে একটি ‘কল্যাণ ফান্ড’ অতিদ্রুত গঠন ও চালু করার নির্দেশ দেন।

বুধবার (৫ নভেম্বর) সাক্ষাৎকালে ইউনিয়নের প্রতিনিধি দল ডিসিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি মো. সেলিম হোসেন, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, মো. রওশন আলী সরকার ও অন্যান্য নেতৃবৃন্দ- মো. রতন হোসেন, সহ-সভাপতি মো. লিটন মিয়া, মো. বাচ্চু দেওয়ান, মো. জামাল হোসেন, মো. জুয়েল হোসেন এবং মো. হেলাল।

ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “পরিবহন একটি সেবামূলক প্রতিষ্ঠান। জনগণ যাতে সুষ্ঠুভাবে এবং নির্বিঘেœ সেবা পায়, সেদিকে পরিবহন শ্রমিকদের সর্বদা খেয়াল রাখতে হবে।”

জেলা প্রশাসকের এই নির্দেশনায় পরিবহন শ্রমিকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২৭:১১   ২৩ বার পঠিত