শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

শিরোপা উৎসবে শেষ কিংস একাডেমি টুর্নামেন্ট

প্রথম পাতা » খেলাধুলা » শিরোপা উৎসবে শেষ কিংস একাডেমি টুর্নামেন্ট
শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫



শিরোপা উৎসবে শেষ কিংস একাডেমি টুর্নামেন্ট

বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই শিশু-কিশোরদের বই-খাতা নিয়ে পড়ার টেবিলে বসে যেতে হতো। বাবা-মায়ের কড়া নজর থাকত যেন খেলাধুলায় সময় শেষ না হয়ে যায়। কিন্তু এখন সময় বদলে গেছে। সন্তানদের খেলাধুলাতেও আগ্রহী করে তুলছেন অভিভাবকরা।
আজ শুক্রবার যেমন বসুন্ধরা স্পোর্টস সিটির ফুটসাল টার্ফে ফ্লাড লাইটের আলোতে ফুটবলে মেতে ছিল একঝাঁক শিশু-কিশোর। বাবা-মায়ের হাত ধরে ‘বসুন্ধরা কিংস একাডেমি ফিউচার লিজেন্ডস টুর্নামেন্ট’র ফাইনাল খেলতে এসেছিলেন এসব খুদে ফুটবলাররা। তিনটি আলাদা গ্রুপের ফাইনাল ম্যাচ দিয়ে আজই পর্দা নেমেছে ভবিষ্যৎ তারকা খুঁজে বের করার এই টুর্নামেন্ট।

গত ১৭ অক্টোবর শুরু হয়েছিল এই টুর্নামেন্ট।
বয়সভিত্তিক তিনটি গ্রুপ ৬-১১, ১২-১৫ ও ১৬-১৮ বয়সীদের ২২টি দল নিয়ে হয়েছে মাঠের লড়াই। যেখানে ৬-১১ গ্রুপের ফাইনালে টিম সানফ্লাওরকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম টিউলিপ। জোড়া গোল করে ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ মাহাদী। ফাইনাল হারলেও ১১ গোল করে এই ক্যাটাগরির সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় হয়েছেন তাজিম মাহমুদ।
১২-১৫ ক্যাটাগরির ফাইনালে টিম কিংফিশারকে ৫-০ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছে টিম নাইটিংগেল। এই ক্যাটাগরিতে সেরা খেলোয়াড় হয়েছেন নাইটিঙ্গেলের তামিম। আর ১০ গোল করে সেরা খেলোয়াড় হয়েছেন রায়ান। দিনের প্রথম সিনিয়র গ্রুপের ফাইনালেও হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ হাসি হেসেছে টিম আত্রাই।
এক গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জিতেছে আত্রাই। এই ক্যাটাগরিতে সাত গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন টিম গোমতীর মহিউদ্দিন এবং সেরা খেলোয়াড় একই দলের সোলেমান।

স্পোর্টস সিটির ফুটসাল টার্ফ এবং বসুন্ধরা কিংসের অনুশীলন মাঠে হয়েছে শিরোপা লড়াই। চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা কিংসের সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান, স্পোর্টস সিটির ইনচার্জ মেজর মহসীনুল করিম, বসুন্ধরা কিংসের কোচ মারিও গোমেজ, মিডফিল্ডার কিউবা মিচেল, আনিসুর রহমান জিকোসহ অন্যরা।

একাডেমির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এই টুর্নামেন্ট আয়োজন করেছিল বসুন্ধরা কিংস। যেখান থেকে আগামীর ভবিষ্যৎ তারকা খুঁজে বের করার লক্ষ্য ক্লাবটির। প্রতি বছর এই টুর্নামেন্ট আয়োজনের আশা ক্লাব সভাপতি ইমরুল হাসানের।

বাংলাদেশ সময়: ২৩:১৪:৩০   ৩৫ বার পঠিত