মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

দেশের জনগণ বুঝে গেছে বিএনপির উদ্দেশ্য ভালো না: রেজাউল করীম

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের জনগণ বুঝে গেছে বিএনপির উদ্দেশ্য ভালো না: রেজাউল করীম
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫



দেশের জনগণ বুঝে গেছে বিএনপির উদ্দেশ্য ভালো না: রেজাউল করীম

বিএনপির উদ্দেশ্য ভালো না, বাংলাদেশের জনগণ বুঝে গেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে আয়োজিত আট দলের সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

রেজাউল করীম বলেন, ঐকমত্য কমিশনে সবাই গণভোটের পক্ষে মত দিলেও এখন কেউ কেউ গণভোট নিয়ে টালবাহানা করছে।
জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলেও দাবি করেন তিনি।

যারা নব্য ফ্যাসিস্ট হবার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ছাত্র-জনতা রাস্তায় নামলে বঙ্গোপসাগর ছাড়া পালাবার জায়গা পাবে না, বলেন রেজাউল করীম।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়াও জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

সমাবেশ থেকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি উক্ত আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন, নির্বাচনে উভয় পিআর পদ্ধতি, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, আওয়ামী সরকারে বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ১৬:২৪:৪০   ৫ বার পঠিত