![]()
সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র সম্ভবত এখনও একজন নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত নয়। সম্প্রতি একটি অনুষ্ঠানে এ কথা বলেন মিশেল ওবামা। যা ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের হেরে যাওয়ার ইঙ্গিত দেয়।
রোববার (১৬ নভেম্বর) সংবাদমাধ্যম সিএনএনের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।
নিউ ইয়র্কের ব্রুকলিনে অভিনেত্রী ট্রেসি এলিস রস এবং ওবামার মধ্যে হওয়া কথোপকথনের সময় এই মন্তব্য করেন মিশেল। সাবেক ফার্স্ট লেডির দ্য লুক শিরোনামের বইয়ের মোড়ক উন্মোচনের সময় এই আলোচনা হয় তাদের মধ্যে।
বইটিতে ডেমোক্র্যাটিক নেতা বারাক ওবামা যখন প্রেসিডেন্ট ছিলেন তখন হোয়াইট হাউসে থাকাকালীন ফ্যাশন এবং রাজনীতির প্রতি তার দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করা হয়েছে।
এদিকে, ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, শুক্রবার ওবামার ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানের একটি ভিডিও পোস্ট করা হয়েছে।
অভিনেত্রী ট্রেসি রস অনুষ্ঠানে জিজ্ঞাসা করেন, যুক্তরাষ্ট্রে একজন নারী প্রেসিডেন্টের জন্য পর্যাপ্ত ‘জায়গা’ তৈরি করা হয়েছে কিনা। এর জবাবে ওবামা বলেন, যেমনটি আমরা গত নির্বাচনে দেখেছি, দুঃখের বিষয়, আমরা প্রস্তুত নই।
‘এই কারণেই আমি বলছি, প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে আমার দিকে তাকিও না, কারণ আমি জানি তোমরা সবাই মিথ্যা বলছো। তোমরা একজন নারীর জন্য প্রস্তুত নও। আমাদের পরিণত হওয়ার জন্য এখনও অনেক কিছু করতে হবে। অনেক পুরুষ এখনও একজন নারী প্রেসিডেন্টের কথা ভাবতে পারেন না।’ মিশেল রসকে বলেন।
সাবেক এই ফার্স্ট লেডি সেইসব ডেমোক্র্যাট নেতাদের মধ্যে একজন যারা বছরের পর বছর ধরে সমর্থকদের মধ্যে জল্পনা এবং বিতর্কের সূত্রপাত করে আসছেন যে, তারা প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।
কিন্তু মিশেল ওবামা প্রতিবারই তা অস্বীকৃতি জানিয়েছেন। ২০১৬ সালে, যখন তিনি যখন ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তখনও মিশেল ওবামা বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন না।
গত বছর কমলা হ্যারিসের প্রতি সমর্থন জানিয়ে তার প্রচারণা সমাবেশে অংশ নেন মিশেল ওবামা। তখন ভোটারদের, ট্রাম্প আমেরিকার জন্য, বিশেষ করে নারীদের স্বাস্থ্যের জন্য যে হুমকি তৈরি করছেন সে সম্পর্কে সতর্ক করেছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:২৬:৫৬ ৭ বার পঠিত