বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান

প্রথম পাতা » খেলাধুলা » জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫



জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান

শুরু হয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল স্বাগতিক পাকিস্তান। যদিও জয় পেতে কিছুটা বেগ পেতে হয়েছে তাদের।

রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান করে জিম্বাবুয়ে। রান তাড়া করতে নেমে ৪ বল ও ৫ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।

জিম্বাবুয়ের স্কোর তাড়ায় শুরুতেই পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। দলীয় ২৭ রানে প্রথম উইকেটের পতন—১৬ রান করে ব্র্যাড ইভান্সের বলে বোল্ড হয়ে ফেরেন ওপেনার। এরপর আরও দুটি উইকেট হারায় স্বাগতিকরা। শূন্য রানে ফেরেন বাবর আজম, ১ রান করে ফিরে যান অধিনায়ক সালমান আলি আগা। দশম ওভারে আউট হন আরেক ওপেনার সাইম আয়ূব।

পঞ্চম উইকেটে দলের হাল ধরেন ফাখার জামান ও উসমান খান। দুজন মিলে গড়েন ৬৪ রানের জুটি। ৪৪ রান করে ফেরেন জামান। তবে উসমান খান মোহাম্মদ নওয়াজকে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। উসমান করেন ৩৭, নওয়াজ অপরাজিত থাকেন ২১ রানে। জিম্বাবুয়ের হয়ে ব্র্যাড ইভান্স নেন দুটি উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে চমৎকার শুরু করে জিম্বাবুয়ে। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫৯ রান তোলে দুই ওপেনার—ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি। তবে এরপর ধস নামে তাদের ইনিংসে। অষ্টম ওভারে দলীয় ৭২ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। ৩০ রান করে ফেরেন মারুমানি।

দলীয় ৯১ রানে দ্বিতীয় উইকেটের পতন—১৪ রান করে ফেরেন ব্রেন্ডন টেলর। এরপর ম্যাচে ফেরে পাকিস্তান। ওপেনার বেনেট ৪৯ রানে ফিরে গেলে চাপ বাড়ে জিম্বাবুয়ের উপর। আসা-যাওয়ার মাঝেও হাল ধরেন অধিনায়ক সিকান্দার রাজা। তিনি ২৪ বলে অপরাজিত ৩৪ রান করেন। শেষ পর্যন্ত জিম্বাবুয়ে ৮ উইকেটে ১৪৭ রান তোলে। পাকিস্তানের হয়ে মোহাম্মদ নওয়াজ নেন দুটি উইকেট।

বাংলাদেশ সময়: ১৫:১৭:১৫   ৭ বার পঠিত