![]()
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা বানানোর জোর দাবি জানিয়েছে বিএনপি।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কিমশনের (ইসি) সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
নিয়ম কানুনের বেড়াজাল বাড়ালে সমস্যা বাড়বে উল্লেখ করে ড. মঈন খান বলেন, ‘প্রার্থীরা অঙ্গীকারনামা ভঙ্গ করলে তার শাস্তি কী হবে তা স্পষ্ট আচরণবিধিতে নেই। নিয়ম কানুন না বাড়িয়ে প্রার্থী এবং ভোটারদের মোটিভেট করার আহ্বান জানিয়েছি।’
তবে সব ধরনের নিয়ম কানুন মেনে নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
জেলা প্রশাসককে জেলা সেবক নাম দিয়ে মঈন খান বলেন, ‘নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাকে রিটানিং কর্মকর্তা বানানোর জোর দাবি জানিয়েছি।’
ধর্মকে রাজনীতিতে ব্যবহার না করার ব্যাপারে নির্বাচন কমিশনকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, ‘কমিশন সরকারের প্রতি নতজানু হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’
বাংলাদেশ সময়: ১৫:২৫:৩৬ ৭ বার পঠিত