শনিবার, ২২ নভেম্বর ২০২৫

আয়ারল্যান্ডকে জয়ের জন্য ৫০৯ রানের টার্গেট দিল বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » আয়ারল্যান্ডকে জয়ের জন্য ৫০৯ রানের টার্গেট দিল বাংলাদেশ
শনিবার, ২২ নভেম্বর ২০২৫



আয়ারল্যান্ডকে জয়ের জন্য ৫০৯ রানের টার্গেট দিল বাংলাদেশ

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জয়ের জন্য আয়ারল্যান্ডকে ৫০৯ রানের টার্গেট দিল স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে পাওয়া ২১১ রানের লিডকে সাথে নিয়ে ৪ উইকেটে ২৯৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৭৬ ও আয়ারল্যান্ড ২৬৫ রান করে।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টের তৃতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ৩৬৭ রানে এগিয়ে ছিল বাংলাদেশ। ২১১ রানে লিডের সাথে দ্বিতীয় ইনিংসে দিন শেষে ১ উইকেটে ১৫৬ রান করেছিল টাইগাররা। সাদমান ইসলাম ৬৯ ও মোমিনুল হক ১৯ রানে অপরাজিত ছিলেন।

চতুর্থ দিনের চতুর্থ ওভারে আউট হন সাদমান। ৭টি চারে ৭৮ রান করেন তিনি। চার নম্বরে নেমে আবারও ব্যর্থ হন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১ রানে সাজঘরে ফিরেন টাইগার দলনেতা।

১৭৪ রানে তৃতীয় উইকেট পতনের পর মোমিনুলের সাথে জুটি বাঁধেন শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ১০টি চারে ব্যক্তিগত ৮৭ রানে আউট হন মোমিনুল। তার আউটের পরই ৪ উইকেটে ২৯৭ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তৃতীয় উইকেটে মোমিনুল-মুশফিক ১২৩ রানের জুটি গড়েন। ২টি চার ও ১টি ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন মুশফিক।

আয়ারল্যান্ডের গ্যাভিন হোয়ে ২টি, জর্ডান নিল-এন্ডি ম্যাকব্রিন ১টি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১৬:০৭:৫৬   ১ বার পঠিত