পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক: তীক্ষ্ণ বাঁক ও বাজারের চাপে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

প্রথম পাতা » ছবি গ্যালারী » পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক: তীক্ষ্ণ বাঁক ও বাজারের চাপে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫



পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক: তীক্ষ্ণ বাঁক ও বাজারের চাপে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

পটুয়াখালী থেকে কুয়াকাটা পর্যন্ত ৮৩ কিলোমিটার দীর্ঘ মহাসড়কটি দক্ষিণাঞ্চলের অন্যতম ব্যস্ত রুট। পর্যটন নগরী কুয়াকাটা, পায়রা সমুদ্রবন্দর এবং একাধিক মেগাপ্রকল্পের কারণে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে এখানে। তবে সড়কজুড়ে অন্তত ২০টি তীক্ষ্ণ বাঁক এবং প্রায় ১৫টি বাজার গড়ে উঠেছে, যা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে; এতে সাধারণ মানুষ থেকে পর্যটক পর্যন্ত প্রাণ হারাচ্ছেন।

সরজমিনে দেখা গেছে, লেবুখালী সেতু থেকে কুয়াকাটা পর্যন্ত কয়েকটি বাঁক এতটাই তীক্ষ্ণ যে এক পাশ থেকে অন্য পাশের গাড়ি দেখা যায় না। ফলে চালকদের হঠাৎ সিদ্ধান্ত নিতে হয়, এবং এর ফলে সংঘর্ষ বা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যাওয়ার ঘটনা ঘটছে।

দুর্ঘটনাপ্রবণ বাঁকগুলোর মধ্যে রয়েছে- বসকবাজার মোড়, শাখারিয়া, ব্রিকসফিল্ড, কেওয়াবুনিয়া, মহিষকাটা, চুনাখালী, আমড়াগাছিয়া খানকা, ডাক্তারবাড়ি, ঘটখালী, তুলাতলী, একে স্কুল চৌরাস্তা, ছুটিকাটা, মানিকঝুড়ি, খুরিয়ার খেয়াঘাট, খলিয়ান, কল্যাণপুর ও বান্দ্রা। এসব বাঁকে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, অনেক ক্ষেত্রে প্রাণহানিও।

সাহেব আলী নামে একজন পরিবহনচালক বলেন, ‘বেশির ভাগ বাঁকে সামনের দৃশ্য দেখা যায় না। বড় যানবাহন এলে সামাল দেয়া খুবই কঠিন হয়ে যায়। আমাদের গাড়ি চালাতে হয় প্রচণ্ড ঝুঁকিতে। মাঝে মাঝে চোখের সামনে দুর্ঘটনা ঘটে। প্রায়ই দেখি গাড়ি উল্টে যাচ্ছে। কিন্তু মানুষের প্রাণহানি ঘটলেও কোনো সমাধান দেখছি না।’

সড়কের ওপরই ব্যস্ত বাজার

মহাসড়কের ওপর অবস্থিত হেতালিয়া বাঁধঘাট, বদরপুর, বসাক বাজার, শাখারিয়া, মহিষকাটা, আমতলী, খুরিয়ার খেয়াঘাট, পাখিমারাসহ অন্তত ১৫টি বাজারে সারাক্ষণ মানুষের ভিড় লেগেই থাকে। হঠাৎ রাস্তা পারাপার, ট্রলি-ভ্যানের জট এবং দোকানের সামনে স্থায়ী ভিড় মিলিয়ে যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা থাকে।

তথ্য বলছে, চলতি বছরে এই মহাসড়কে ২০০টির বেশি দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে এবং প্রায় এক হাজার মানুষ আহত হয়েছেন। স্থানীয়রা অভিযোগ করছেন, দীর্ঘদিন ধরে সমস্যাগুলো সবার নজরে থাকলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জামিল আক্তার লিমন জানান, ‘ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে প্রাথমিকভাবে বিভিন্ন সিগন্যাল ও চিহ্ন বসানো হয়েছে। তবে বাঁকগুলো সরল করা ব্যয়বহুল ও কঠিন কাজ। ভাঙা-কুয়াকাটা ফোর লেন প্রকল্প বাস্তবায়ন হলে জমি অধিগ্রহণের মাধ্যমে দুর্ঘটনাপ্রবণ বাঁকগুলো সোজা করার বিষয়ে সরকার ভাবছে।’

অপরদিকে, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক হাওলাদার জানান, ‘সড়কের পাশে বহু বছর ধরে বাজার গড়ে উঠেছে। চাইলেও তা একবারে উচ্ছেদ করা সম্ভব নয়। তবে নিরাপদ দূরত্বে বাজার স্থানান্তরের চেষ্টা চলছে, যাতে পথচারী ও বাজারের লোকজন সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পায়।’

দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এই রুটে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করছেন। তীক্ষ্ণ বাঁক, সড়কের ওপর বাজার এবং অপর্যাপ্ত সাইনেজের কারণে এটি দেশের অন্যতম দুর্ঘটনাপ্রবণ মহাসড়ক হিসেবে পরিচিত। স্থানীয়রা দ্রুত সিদ্ধান্ত নিয়ে বাঁক সরলীকরণ, বাজার স্থানান্তর এবং যথাযথ সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১:০৯:০২   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৪ অভিবাসী আটক
মধ্যরাতে আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা চালাল পাকিস্তান
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক: তীক্ষ্ণ বাঁক ও বাজারের চাপে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে
১০ জনের এভারটনের কাছে হারল ইউনাইটেড
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশে প্রতিটি বড় পরিবর্তনের পেছনে ছাত্র সমাজের ভূমিকা ছিল : গয়েশ্বর চন্দ্র রায়
বানৌজার প্যারেড গ্রাউন্ডে নবীন নাবিকদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ
৫ আগস্টের পর পরিবর্তনের সুযোগ হেলায় হারাতে চাই না: দেবপ্রিয় ভট্টাচার্য

News 2 Narayanganj News Archive

আর্কাইভ