বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

বন্দরে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫



বন্দরে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বন্দরে ২নং হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপণী ২০২৫ পরীক্ষার্থীদের জন্য বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোস্তফা কামাল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ও পরিচালনা কমিটির সাবেক সভাপতি, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহীদ হোসেন মেম্বার। সহকারী শিক্ষক মামুন সরকারের সঞ্চালনায় এবং আহম্মদ হোসেনের সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিএ কমিটির সভাপতি মোঃ রুহুল আমিন, রুমান মন্ডল ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

পরিশেষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাসুদুজ্জামানের সফলতা এবং সাবেক বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল ও নাসিক ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাজীপুর বাইতুল আলম জামে মসজিদের পেশ ইমাম এনামুল হক নজরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২৩:১৫:০৬   ১ বার পঠিত