নারায়ণগঞ্জে অনলাইন জুয়া নিয়ে দ্বন্দ্বে হত্যা, গ্রেপ্তার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে অনলাইন জুয়া নিয়ে দ্বন্দ্বে হত্যা, গ্রেপ্তার ২
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫



নারায়ণগঞ্জে অনলাইন জুয়া নিয়ে দ্বন্দ্বে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের একটি পরিত্যক্ত ভবনে তাকবির আহমেদ (২২) নামের এক যুবককে অনলাইন জুয়া নিয়ে দ্বন্দ্বে হত্যার অভিযোগে ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন মো. হারুন (৩৪) ও মো. রফিকুল (৩৮)।

শনিবার (২৯ নভেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ পিবিআই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন পিবিআই নারায়ণগঞ্জ ইউনিটপ্রধান পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ।

এর আগে, থানায় হত্যা মামলা দায়েরের পর পিবিআই নারায়ণগঞ্জের একটি বিশেষ দল গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে মো. হারুন ও মো. রফিকুলকে গ্রেপ্তার করে।

পিবিআই জানায়, তাকবির আহমেদ গত মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা তার অনুসন্ধান করতে গিয়ে পরদিন বুধবার সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনির পরিত্যক্ত ৪ তলা ভবনের নিচতলায় তার মরদেহ খুঁজে পান। একই দিন তার বাবার করা মামলার ভিত্তিতে পিবিআই নারায়ণগঞ্জ তদন্তের দায়িত্ব নেয়।

তদন্তকারী উপ-পুলিশ পরিদর্শক মো. রিয়াজ উদ্দিন রনির নেতৃত্বে টিমটি প্রযুক্তিগত বিশ্লেষণ ও গোপন সূত্রের ভিত্তিতে প্রথমে হারুনকে সোনারগাঁওয়ের লাঙ্গলবন্দ থেকে গ্রেপ্তার করে। তার তথ্যের ভিত্তিতে একই দিন রফিকুলকে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনি মোড় থেকে আটক করা হয়। পরে রফিকুলের বাড়ির সিলিং থেকে তাকবিরের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেন, মাদক সেবনরত অবস্থায় মোবাইলে অনলাইন জুয়া নিয়ে বিবাদের জেরে তারা ইট দিয়ে তাকবিরের মাথায় আঘাত করে তাকে হত্যা করে।
এরপর তারা তাকবিরের বাবাকে একটি পুরনো সিম কার্ড দিয়ে ফোন করে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

নারায়ণগঞ্জ জেলা পিবিআই পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ কালের কণ্ঠকে জানান, গ্রেপ্তার আসামিদের শুক্রবার (২৮ নভেম্বর) আদালতে আনা হলে তারা ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে। আসামিরা বর্তমানে কারাগারে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:২১   ৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত
মাদারগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে অনুদান ও ঢেউটিন প্রদান
রূপগঞ্জের মানুষ আমরা অভাগা: দিপু ভূঁইয়া
দেশের প্রাণিকুলের বিদ্যমান রেড লিস্ট হালনাগাদকরণে বনবিভাগের সাথে আইইউসিএন, বাংলাদেশের চুক্তি স্বাক্ষর
জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন অনিবার্য কারণে স্থগিত
গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের সুযোগ এসেছে: জেলা প্রশাসক
পোস্টাল ব্যালটের ডিজাইনদের শাস্তির আওতায় আনার দাবি বিএনপির
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ