
জামালপুর প্রতিনিধি : “জনতার অধিকার, আমাদের অঙ্গীকার” এবং “আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থী ইকবাল হোসেনের ট্রাক মার্কায় নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠক শুরু হওয়ার পূর্বে এলাকার কৃতি সন্তান ও গণঅধিকার পরিষদ থেকে জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে মনোনীত ইকবাল হোসেনকে এলাকাবাসী ফুল দিয়ে বরণ করে নেন।
বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আতিকুর রহমান হানিফের সভাপতিত্বে এবং মোহাম্মদ রাকিবুল হাসান রাকিবের পরিচালনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ইকবাল হোসেন বলেন, “গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সর্বত্র কাজ করে যেতে হবে। বিশেষ করে কৃষক, শ্রমিক মেহনতি মানুষের পাশে থাকতে হবে এবং তাদের নাগরিক সেবা শতভাগ নিশ্চিত করতে হবে। আপনারা একবার গণঅধিকার পরিষদকে ভোট দিয়ে সুযোগ করে দিন, আমরা প্রমাণ করতে চাই, আমরাই শ্রেষ্ঠ।”
এসময় বৈঠকে বক্তব্য রাখেন, বিল্লাল হোসেন মাস্টার, আনসার কমান্ডার আব্দুল হামিদ,আব্দুল জলিল (বিশিষ্ট সমাজসেবক), শফিকুল ইসলাম (ঠান্ডু) মেলেটারী, জয়নাল আবেদীন মেলেটারী, লেবু মাস্টার, তারা মাস্টার, নালে মাস্টার, ফরিদ মেলেটারী, বীর মুক্তিযোদ্ধা সাজা আলী, মজিবর রহমান ও আজিজুল হক প্রমুখ।
এছাড়াও বৈঠকে, সুরুজ মিয়া, সবুজ মিয়া, লাল মিয়া, বেলাল হোসেন, জয়নাল, ছুমের আলি, ইদ্দিশ, ইন্তাজ আলি, আঃ জব্বার, আঃ গফুর বাদশা, আঃ বাছেদ, আজাহার আলী, আঃ সালাম, জোয়াহের, হেলাল মিয়া ও এলাকার সকল পেশাজীবী মানুষসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:৩৯:০০ ৩৩৫ বার পঠিত