সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে কী বলছেন অর্থনীতিবিদরা?

প্রথম পাতা » অর্থনীতি » সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে কী বলছেন অর্থনীতিবিদরা?
সোমবার, ১ ডিসেম্বর ২০২৫



সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে কী বলছেন অর্থনীতিবিদরা?

সরকারি মালিকানায় কার্যক্রম শুরুর অপেক্ষায় ৫টি ব্যাংকের সমন্বয়ে গড়ে তোলা ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। তবে আগামী দুই-তিন বছরের মধ্যে ব্যাংকটি ছেড়ে দেয়া হবে বেসরকারি মালিকানায়। কিন্তু ব্যাংকার ও অর্থনীতিবিদরা বলছেন, দুবছরেই ব্যাংকটির ওপর আস্থা ফেরানো চ্যালেঞ্জিং।

লুটপাটের শিকার দেশের পাঁচ ইসলামী ব্যাংককে একীভূত করে কার্যক্রম শুরুর পথে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। অন্যান্য দেশে পুরনো হলেও আর্থিক প্রতিষ্ঠান অধিগ্রহণের ঘটনা বাংলাদেশে এই প্রথম।

মূলত অনিয়মের মাধ্যমে ব্যাংকগুলো থেকে বের করা বেশিরভাগ অর্থ পাচারের কারণেই ভঙ্গুর হয়ে পড়ে প্রতিষ্ঠানগুলো। এমন প্রেক্ষাপটে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আপাতত সরকারের পক্ষ থেকে পরিচালিত হবে সম্মিলিত ইসলামী ব্যাংক। তবে কার্যক্রম শুরুর পর দুই থেকে তিন বছরের মধ্যেই বেরসকারি খাতে ছেড়ে দেয়ার পরিকল্পনা অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের। সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ অফিসে এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

দীর্ঘমেয়াদে ব্যাংকটি নিয়ে সিনিয়র ব্যাংকার ও অর্থনীতিবিদদের পরামর্শ, আগে আস্থা ফেরাতে হবে গ্রাহকের। আর বেসরকারিকরণের সিদ্ধান্ত নির্ভর করবে রাজনৈতিক সরকারের ওপর।

অগ্রণী ব্যাংক পিএলসির চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন,

দুই বছরে ব্যাংকটি হয়ত দাঁড়াতে পারবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে দুই বছরে দাঁড়ানো খুবই কঠিন। আগে গ্রাহকদের আস্থা আনতে হবে। নতুন ডিপোজিট তখনই আসবে, যখন পুরনো গ্রাহকরা তাদের টাকা ঠিক মতো পাবে। কিন্তু সেটা না হলে তো নতুন ডিপোজিট আসবে না। আরেকটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ব্যাংকের কর্মীদের কী হবে! তাদেরকে বলা হচ্ছে, এডমিনিস্ট্রেটর দেয়া হচ্ছে, এক বছরে তার সব ঠিক করবেন। এরপর বলা হচ্ছে, শেয়ার মার্কেটে দেয়া হবে। নতুন শেয়ার, এটা পাবলিক হবে। এগুলো কিন্তু স্বপ্ন! এগুলো বাস্তবে এত তাড়াতাড়ি করা সম্ভব না।

অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবু ইউসুফ বলেন, যেহেতু একটা দীর্ঘমেয়াদি এবং একটা পলিসি কনসিস্টেন্সির বিষয় আছে, তাই এ বিষয়ে এখনই কিছু বলাটা কঠিন। কারণ সামনের চ্যালেঞ্জটা কীভাবে অতিক্রম করবে, পরবর্তী সরকার এটাকে কীভাবে দেখবে– সেটার ওপর অনেক কিছু নির্ভর করবে।

আর্থিক খাতের সংস্কার দৃশ্যমান করতে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকার। তবে ব্যাংক খাত পুনর্গঠনে পরিবর্তন এলেও সংকটে থাকা নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ সময়: ১১:১৭:৪০   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে কী বলছেন অর্থনীতিবিদরা?
স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা
বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
অক্টোবরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৩৪ কোটি মার্কিন ডলার
হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই
দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান: অর্থ উপদেষ্টা
পোশাক তৈরির কাঁচামাল ও গুরুত্বপূর্ণ স্যাম্পল ধ্বংস হয়েছে : বিজিএমইএ
পরবর্তী মুদ্রানীতিতে ঋণের সুদের হার একক ডিজিট নির্ধারণের আশ্বাস গভর্নরের
চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৪.৮ শতাংশ : বিশ্বব্যাংক
দেশের অর্থনীতি স্বস্তিতে আছে : অর্থ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ