সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ষাট গম্বুজ মসজিদে দোয়া মাহফিল

প্রথম পাতা » খুলনা » বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ষাট গম্বুজ মসজিদে দোয়া মাহফিল
সোমবার, ১ ডিসেম্বর ২০২৫



বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ষাট গম্বুজ মসজিদে দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি এবং পরিপূর্ণ সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ আসরের পর বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে এই দোয়া মাহফিলের আয়োজন করে বাগেরহাট জেলা বিএনপি।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিগণ।

জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম এসময় বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর সুস্থতা দেশের জনগণের প্রত্যাশা।

বাংলাদেশ সময়: ২২:৩৬:৩৯   ৬৪ বার পঠিত