টস জিতে ভারতের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » টস জিতে ভারতের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬



টস জিতে ভারতের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দুই বোর্ডের দ্বন্দ্বের মাঝেই যুব বিশ্বকাপের ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লাল সবুজদের অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

শনিবার (১৭ জানুয়ারি) জিম্বাবুয়ের বুলাওয়েতে ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির বাধায় নির্ধারিত সময় থেকে কিছুটা দেরিতে শুরু হচ্ছে ম্যাচ।

মোস্তাফিজ ইস্যু ও সিনিয়র দলের বিশ্বকাপ খেলা নিয়ে চলছে অনেক বৈঠক ও আলোচনা। এর মাঝে ভারতের বিপক্ষে ম্যাচটা পাচ্ছে আলাদা গুরুত্ব। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়াকে বাংলাদেশের ক্রিকেটকেই অপমান মনে করছেন সংশ্লিষ্টরা। তাই উদ্বোধনী ম্যাচে যে কোনো মূল্যে ভারতকে হারাতে চাইবে আজিজুল হাকিমের দল। কারণ ম্যাচটা শুধু মর্যাদার নয়, প্রতিশোধেরও।

উদ্বোধনী ম্যাচে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে ব্যাটিং বোলিং দুই বিভাগেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছে তারা। ম্যাচে ৭৬ রানের ইনিংস খেলেছেন রিফাত বেগ। ১৯ ওভারেই স্কটল্যান্ডের ৯ উইকেট শিকার করেছে লাল সবুজের প্রতিনিধিরা। তবে শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়।

কন্ডিশন ভিন্ন হলেও, গেল বছর জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ খেলার অভিজ্ঞতা কিছুটা এগিয়ে রাখবে বাংলাদেশকে। সাউথ আফ্রিকাকে হারিয়ে ইয়াং টাইগার্স জিতেছিল ত্রিদেশীয় সিরিজের শিরোপা।

তবে ভারতে বিপক্ষে ম্যাচটা হালকাভাবে নেয়ার সুযোগ নেই। ভারতের শক্তিশালী ব্যাটিং অর্ডার আর বৈচিত্র্যময় বোলারদের চ্যালেঞ্জ নিতে হবে বাংলাদেশের। তবে ভারতকে হারাতে নিজেদের দায়িত্ব পালন করতে হবে টপ অর্ডার ব্যাটারদের। ডেথ ওভারে দ্রুত রান তোলাও গুরুত্বপূর্ণ লাল সবুজদের জন্য। বোলারদের চ্যালেঞ্জ শুরুতেই বৈভব সূর্যবংশীকে সামলানো।

এবারের বিশ্বকাপে ‘বি’ গ্রুপে ভারত ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে শক্তিশালী নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ ৩ দল খেলবে সুপার সিক্স। গত বিশ্বকাপে সুপার সিক্স থেকে বিদায় নিলেও, এবার বড় লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছে তামিম বাহিনী।

ভারত অনূর্ধ্ব-১৯ একাদশ: আয়ুশ মাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বেদান্ত ত্রিবেদী, বিহান মাহহোত্রা, অবিজ্ঞান কুন্দু (উইকেটরক্ষক), কানিশক চৌহান, হারভাঁশ পাঙ্গালিয়া, আরএস আমব্রিশ, হেনিল প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন ও খিলান প্যাটেল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ: মোহাম্মদ রিফাত বেগ, জাওয়াদ আবরার, মোহাম্মদ আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), কালাম সিদ্দিকী আলিন, মোহাম্মদ রিজান হোসেন, মোঃ ফরিদ হাসান ফয়সার (উইকেটরক্ষক), মোঃ সামিউর বশির রাতুল, শেখ পারভেজ জীবন, আল ফাহাদ, সাদ ইসলাম রাজিন ও ইকবাল হোসেন ইমন।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৩৮   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পিছিয়ে থেকেও ভুটানের সঙ্গে ড্র করল বাংলাদেশ
টস জিতে ভারতের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ
শেষ ওভারের রোমাঞ্চকর জয়ে শীর্ষে ফিরল রাজশাহী
টস জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠাল চট্টগ্রাম
নাজমুলের পদত্যাগ ছাড়া মাঠে নামবেন না ক্রিকেটাররা
ইয়াসিন বুনু বীরত্বে আফকনের ফাইনালে মরক্কো
ভারতকে হারিয়ে আসর শুরু বাংলাদেশের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের আলটিমেটাম
ব্রাজিল ফ্যান জামালের চাওয়া, ডেনমার্ক জিতুক বিশ্বকাপ
বুধবার বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ