মালয়েশিয়ায় ইমিগ্রেশন পুলিশের অভিযানে ৮ বাংলাদেশিসহ আটক ১৭

প্রথম পাতা » আন্তর্জাতিক » মালয়েশিয়ায় ইমিগ্রেশন পুলিশের অভিযানে ৮ বাংলাদেশিসহ আটক ১৭
মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫



মালয়েশিয়ায় ইমিগ্রেশন পুলিশের অভিযানে ৮ বাংলাদেশিসহ আটক ১৭

মালয়েশিয়ায় পতিতাবৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮ জন বাংলাদেশি পুরুষসহ মোট ১৭ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার (১ ডিসেম্বর) রাতে সেলাঙ্গর রাজ্যের ক্লাং সেন্ট্রালের একটি তিনতলা ভবনে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৯ জন ভিয়েতনামের নারী রয়েছেন।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানিয়েছেন, গত দুই সপ্তাহ ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন সদর দফতরের এনফোর্সমেন্ট ডিভিশনের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

প্রাথমিকভাবে মোট ২১ জনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে ১৭ জন বিদেশিকে আটক করা হয়। আটকদের মধ্যে ২১ থেকে ৩২ বছর বয়সি ৮ জন বাংলাদেশি পুরুষ এবং ৯ জন ভিয়েতনামের নারী রয়েছেন। তাদের বিরুদ্ধে মূলত অনুমোদিত সময়ের বেশি অবস্থান করা এবং বৈধ ভ্রমণ নথি না থাকাসহ ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছে।

আটকদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি) এবং ১৫(১)(সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের পার. ৩৯(বি)-এর অধীনে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, এই তিনতলা ভবনটি একটি সম্পত্তি ব্যবস্থাপনা এবং আমদানি-রফতানি সংস্থার আড়ালে দীর্ঘদিন ধরে পতিতালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল। এই অনৈতিক কার্যকলাপ একজন বাংলাদেশি পরিচালনা করতেন, যিনি তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন। তাদের প্রধান লক্ষ্য ছিল কাছাকাছি এলাকার বিদেশিরা।

আটক এক বিদেশি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তিনি প্রতিটি যৌন পরিষেবার জন্য বাংলাদেশি তত্ত্বাবধায়ককে ৫০ রিঙ্গিত থেকে ৮০ রিঙ্গিত পর্যন্ত অর্থ দিতেন।

ইমিগ্রেশন বিভাগের প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, এই অনৈতিক কার্যকলাপ পরিচালনার জন্য একজন স্থানীয় ব্যক্তি ওই বাংলাদেশিকে নিয়োগ করেছিলেন।

আটক সব বিদেশি নাগরিককে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৫১(৫)(বি)-এর অধীনে পুত্রজায়া ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে। পরবর্তী তদন্ত ও আইনানুগ পদক্ষেপের জন্য তাদের সেখানেই রাখা হবে।

বাংলাদেশ সময়: ১৫:২৮:৩৩   ৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ট্রাম্পকে নোবেল পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরান-যুক্তরাষ্ট্র তীব্র বাকযুদ্ধ
মার্কিন হামলার আশঙ্কায় আকাশপথ বন্ধ করে দিলো ইরান
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত
থাইল্যান্ডে ক্রেন ভেঙে পড়ায় ট্রেন লাইনচ্যুত, নিহত ২২
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২ হাজার
অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ
ইউক্রেনের দুই শহরে বছরের সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যোগাযোগের চ্যানেল’ খোলা, নিশ্চিত করল ইরান
ইরানে মার্কিন হামলা হলে যুক্তরাষ্ট্র, ইসরাইল আমাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হবে: স্পিকারের হুঁশিয়ারি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ