মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

কুষ্টিয়ায় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে নতুন এসপির মতবিনিময়

প্রথম পাতা » খুলনা » কুষ্টিয়ায় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে নতুন এসপির মতবিনিময়
মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫



কুষ্টিয়ায় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে নতুন এসপির মতবিনিময়

কুষ্টিয়ায় জেলার রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।

পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার বিকেলে মতবিনিময় সভার শুরুতে পুলিশ সুপার সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রাজনৈতিক নেতৃবৃন্দ পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বিভিন্ন বিষয়ে তাদের মূল্যবান মতামত প্রদান করেন।

এ সময় এসপি মোহাম্মদ জসীম উদ্দিন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ, বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:৩১   ৯ বার পঠিত