![]()
জামালপুর প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় জামালপুরের সরিষাবাড়ীতে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে “আমরা সরিষাবাড়ী পরিবার”-এর উদ্যোগে সরিষাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের সুযোগ্য কন্যা সালিমা তালুকদার আরুণী। তিনি বেগম জিয়ার দ্রুত আরোগ্যের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
এ সময় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, আজিজুল কবীর তালুকদার হুমায়ন, বাবু তালুকদার, রেজাউল করিম লাল, পলাশ মাহমুদ, আল আমিন হোসেন, স্বপন শেখ, বিল্লাল হোসেন ,শাহীন মিয়া, শিহাব ও সোহানসহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল, যুবদল, শ্রমিক দল ও কৃষক দলের নেতৃবৃন্দ। তারা বেগম খালেদা জিয়ার আরোগ্য লাভ ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
বাংলাদেশ সময়: ২২:০৪:২৬ ৭০ বার পঠিত