![]()
গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সহায়তায় সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশের সচ্ছল ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় চেম্বার ভবনে ‘ওয়ারিয়র্স অব জুলাই পঞ্চগড়’-এর আয়োজনে গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।
সারজিস আলম বলেন, ‘অভ্যুত্থান-পরবর্তী বাস্তবতা না থাকলে নিজ অবস্থানে আমরা কেউ থাকতাম না।’
তিনি বলেন, সরকার যখন ১০ থেকে ১৫ হাজার গেজেটেড আহত যোদ্ধা এবং ৯ শতাধিক শহীদ পরিবারকে নিয়ে কাজ শুরু করে, তখন তা স্বভাবতই একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া হয়ে দাঁড়ায়।
সারজিস উল্লেখ করেন, পঞ্চগড়ে ৫টি শহীদ পরিবার এবং ৪১ জন আহত যোদ্ধা রয়েছেন। এদের মধ্যে অনেক পরিবারই চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় তিনি সরকারের কাছে দাবি জানান, জনগণের জন্য সরকারের পক্ষ থেকে যে সুবিধা আসে, সেখানে প্রকৃত দাবিদার জুলাই যোদ্ধারা যেন অগ্রাধিকার পান।
দীর্ঘমেয়াদি সরকারি প্রক্রিয়ার দ্রুত ও কার্যকর সমাধানের জন্য সারজিস আলম জেলা প্রশাসনের পাশাপাশি সব রাজনৈতিক দলের একাত্মতা কামনা করেন। তার মতে, সম্মিলিত উদ্যোগে শহীদ ও আহত যোদ্ধাদের স্থায়ী আবাসস্থল ও যাদের জরুরি কর্মসংস্থানের প্রয়োজন, তাদের সেই সুবিধা প্রদান করা সম্ভব হবে।
এনসিপি এ নেতা বলেন, জনগণের আকাঙ্ক্ষা এবং গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আশা-আকাঙ্ক্ষা কীভাবে বাস্তবায়ন করা যায়, তা অবশ্যই রাজনৈতিক এজেন্ডার ঊর্ধ্বে রেখে ভাবতে হবে।
আলোচনা সভায় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বক্তব্যে শহীদ ও আহত যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী এবং জুলাই আন্দোলনে শহীদ ও আহত যোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:০৯:৫৭ ৬ বার পঠিত