![]()
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, কৃষি ফসল উৎপাদনে উর্বর ভূমি লক্ষ্মীপুর। স্বল্প খরচে ভালো ফসল উৎপাদন হয় এখানে। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে কৃষিভিত্তিক অর্থনৈতিক জোন করা হবে। কৃষিপণ্যের পাইকারি মার্কেট করা হবে।
যেখানে কৃষকরা সরাসরি পণ্য বিক্রি করবে। কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। যেখানে আমাদের সন্তানরা পড়ালেখা করবে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌরসভা ২ নং ওয়ার্ড বিএনপি ও মহিলা দল আয়োজনে উঠান বৈঠকে এসব কথা বলেন।
এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর) সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বর্তমানে লক্ষ্মীপুরে মাদক বড় সমস্যা। এটি নির্মূলে সামাজিক আন্দোলন ও প্রতিরোধ দরকার। সেটি আমরা ক্ষমতায় গেলে, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে করব।
মাদক সমাজে থাকবে না। মাদক কারবারি ও সেবনকারীদের ঠিকানা হবে কারাগার অথবা বিদেশ।
দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, কিছুদিন পরে সংসদ নির্বাচন। এমন কোনো কাজ করা যাবে না, যাতে করে প্রতিপক্ষ সুযোগ নিতে পারে। ধানের শীষের সমর্থন কমে যাবে।
সালিসি বাণিজ্য করা যাবে না। এলাকায় সন্ত্রাসী-চাঁদাবাজি করা যাবে না। পেশিশক্তি দেখিয়ে মানুষকে ভয়ভীতি দেখানো যাবে না। যারা এসব করবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
জামায়াতের সমালোচনা করে এ্যানি বলেন, ওরা আমাদের ‘ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ড’ নিয়ে সমালোচনা করে। ওনারা বলে, কাঁধে বস্তা নিয়ে হজরত ওমরের মতো বাড়ি-বাড়ি গিয়ে সহায়তা পৌঁছে দেবে। এই আধুনিক ও বিজ্ঞানের যুগে, জামায়াত-শিবির এবং দাঁড়িপাল্লার প্রার্থীর এ ধরণের প্রচারণা অযৌক্তিক। এই সময় কথা বলতে হিসাব-নিকাশ করে বলতে হয়। অথচ তারেক রহমান, পরিকল্পিত দেশ গঠনের লক্ষ্যে। ফ্যামিলি ও স্বাস্থ্য কার্ডসহ অন্যান্য সহায়তা দেওয়ার কথা বলেছেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক সুমি ভূঁইয়াসহ অনেকে।
বাংলাদেশ সময়: ২৩:০৪:১৭ ৬ বার পঠিত