![]()
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে ৮০০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে এসব সিগারেট জব্দ করা হয়।
এ বিষয়ে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান,
কাস্টমস অ্যারাইভাল হলের লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি লাগেজ উদ্ধার করা হয়। এ থেকে ৮০০ কার্টন মন্ড সিগারেটের একটি বড় চালান জব্দ করা হয়।
তিনি আরও জানান, বিমানবন্দরের কাস্টমস শাখায় এসব লাগেজের কোনো মালিকানা না পাওয়ায় পরিত্যক্ত মালামাল হিসেবে ৮০০ কার্টন মন্ড সিগারেট জব্দ করা হয়। জব্দ করা মালামাল থেকে রাজস্ব আদায় হবে ৯০ লাখ টাকা।
বাংলাদেশ সময়: ১৬:১২:৪৫ ১২ বার পঠিত