![]()
জামালপুর প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় জামালপুরের সরিষাবাড়ীতে যুবদলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়ন পরিষদ সংলগ্ন বালু মাঠে ডোয়াইল ইউনিয়ন যুবদলের আয়োজনে এই মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের কার্যক্রমশুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত এবং দরুদ পাঠ করা হয়। বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দীর্ঘায়ু, দেশের শান্তি-সমৃদ্ধি এবং জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম। দোয়া শেষে উপস্থিত অসহায় মানুষের মধ্যে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়।
ইউনিয়ন যুবদলের সভাপতি সালেহ আকরাম খান মোখলেস পল্লবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম উদ্দিনের সঞ্চালনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও থানা যুবদলের আহবায়ক সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন।
এছাড়াও উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হুদা খান উজ্জ্বল, লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শহিদ, সদস্য মাসুদ পারভেজ জোৎনা, আলাউদ্দিন সরকার, রঞ্জু মেম্বার, উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক রমজান আলী, ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি আকতার হোসেন, কৃষক দলের আহবায়ক আলামিন হোসেন, শ্রমিকদল নেতা হেদায়েতুল্লাহ হেনিছ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লিটন মিয়া সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:৩১:১০ ৫১ বার পঠিত