সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানকে জোর করে বিদেশে পাঠিয়েছে ফ্যাসিস্ট সরকার: আজাদ

প্রথম পাতা » আড়াইহাজার » তারেক রহমানকে জোর করে বিদেশে পাঠিয়েছে ফ্যাসিস্ট সরকার: আজাদ
সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫



তারেক রহমানকে জোর করে বিদেশে পাঠিয়েছে ফ্যাসিস্ট সরকার: আজাদ

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেছেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জোর করে দেশ থেকে বিদেশে পাঠিয়েছে। তিনি দেশ ছেড়ে যেতে চাননি।”

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে আড়াইহাজার উপজেলার পাচরুখী এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম আজাদ বলেন, “বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র ধরে রাখতে গিয়ে বহু অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছেন। আজ তিনি গুরুতর অসুস্থ। সবাই তার জন্য নামাজ পড়ে, রোজা রেখে দোয়া করবেন। তারেক রহমান দেশে ফিরে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবেন।”

তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত মানুষের নাম বলতে হলে দেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামই প্রথমে আসে। তিনি চাইলে বহু আগেই বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারতেন। কিন্তু দেশ, দল ও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি কখনো সেই পথ বেছে নেননি।”

বিএনপি মনোনীত এ প্রার্থী আরও বলেন, “দেশের কথা ও মানুষের কথা চিন্তা করেই এই বয়সে, এই শারীরিক অবস্থায় তিনি কারাগারে গেছেন। তিনি কখনোই আপনাদের ছেড়ে কোথাও যাননি। কিন্তু আমরা দেখেছি শেখ হাসিনা সামান্য সুযোগ পেলেই নেতাকর্মীদের ফেলে দেশ ছেড়ে চলে গেছে। আমাদের নেত্রী খালেদা জিয়া কখনোই জনগণকে ছেড়ে কোথাও যাননি।”

তিনি অভিযোগ করে বলেন, “স্বৈরাচার হাসিনা আমাদের মায়ের মতো নেত্রী বেগম খালেদা জিয়াকে যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসা নিতে দেননি। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য তিনি যে ত্যাগ স্বীকার করেছেন, তা জাতি কোনোদিন ভুলবে না। আমরা দোয়া করি, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের সেবায় ফিরতে পারেন।”

এসময় উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফর রহমান আব্দু, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, সহসভাপতি মতিউর রহমান মতিন, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, বিএনপি নেতা খোরশেদ হাসান, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ ডালিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২৩:২৯:১৮   ৭ বার পঠিত