![]()
রাজধানীর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুপক্ষের সংঘর্ষে আহত শিক্ষার্থী সাকিবুল হাসান রানা মারা গেছেন। এ খবরে ফার্মগেটে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তার সহপাঠীরা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তেজগাঁও কলেজের মূল ফটকের সামনে গিয়ে বিক্ষোভ করেন শতাধিক শিক্ষার্থী। এরপর তারা ফার্মগেট মোড়ে অবস্থান নেন। ফলে সড়কের যান চলাচল আপাতত বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েন গাড়ির চালকসহ হাজারও যাত্রী।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা রানা হত্যার বিচারের দাবিতে ব্যানার নিয়ে ফার্মগেট এলাকায় রাস্তা অবরোধ করেছেন। এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দিচ্ছেন— কেন তাদের ছাত্রাবাসের ভেতরে হামলা করা হলো এবং কেন তাদের সহপাঠীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ চেষ্টা করছে ছাত্র-ছাত্রীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার।
জানা গেছে, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (বিজ্ঞান বিভাগ, সেশন ২০২৪–২৫) ও হৃদয় আহমেদ (মানবিক বিভাগ, সেশন ২০২৪–২৫) এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী জান্নাত (মানবিক বিভাগ, সেশন ২০২৫–২৬) গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে তিনজনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সাকিবুল হাসানকে মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ১২:৪৫:৫৪ ২৮ বার পঠিত