![]()
সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে দলীয় রাজনীতির উর্ধ্বে রেখে জনগণের সর্বোচ্চ ও গুণগত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। তিনি বলেন, হাসপাতাল দল বা পার্টির জায়গা না। এটা চিকিৎসার জায়গা, এটা ডিসকাশন ও সমস্যা সমাধানের জায়গা। আপনি যেই দলেরই মতাদর্শী হোন না কেন, আপনার কাজ হচ্ছে ঠিকমতো সেবা দেওয়া।
আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য উপদেষ্টা এসব কথা বলেন।
সভায় নুরজাহান বেগম বলেন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্ট্রোকসহ সব ধরনের রোগ প্রতিরোধে গুরুত্ব দিতে হবে। বর্তমানে এসডিজি’র লক্ষ্যমাত্রা হতে আমরা পিছিয়ে আছি। পরিবার পরিকল্পনা নিয়ন্ত্রণের জায়গায় আমরা পিছিয়ে গেছি। জন্মহার ২ থেকে প্রায় ২.৪ হয়ে গেছে। শিশু মৃত্যুর হার ও মাতৃমৃত্যুর হার বেড়ে গেছে। কাজেই রোগ প্রতিরোধে গাফিলতি করলে পুরো চট্টগ্রাম কিংবা দেশটাকেই হাসপাতাল বানানো হলেও স্বাস্থ্যখাতে উন্নতি হবে না, তাই চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে আমাদের সবাইকে গুরুত্ব দিতে হবে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের সভাপতিত্বে ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আনিসুল আউয়ালের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. ওমর ফারুক ইউসুফ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ হাসানুজ্জামান, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারেক নুরুদ্দিন, বার্ণ ও প্লাস্টিক ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. রফিক উদ্দিন আহমেদ এবং শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর।
সভায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন নির্মিতব্য বার্ন ইউনিট ও শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট এর অর্থায়নে হৃদরোগ বিভাগের আধুনিকায়ন প্রকল্পের প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
এর আগে স্বাস্থ্য উপদেষ্টা চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরিক্ষা পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ২১:১১:৫৫ ১১ বার পঠিত