![]()
নারায়ণগঞ্জ–৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, ওসমান হাদি একজন জুলাই যোদ্ধা আপনারা দেখেছেন গতকাল কিভাবে নির্মমভাবে তাকে গুলি করা হয় আমরা তীব্র নিন্দা জানাই। তিনি বলেন, আমরা সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিব ইনশাআল্লাহ। আপনারা মনে করেছেন এই ঘটনা ঘটিয়ে নির্বাচন বানচাল করে দিবেন। আপনাদের এই ষড়যন্ত্র কোনদিন কামিয়াব হবে না।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে মিশনপাড়াস্থ বাংলাদেশ হোসিয়ারী সমিতি সামনে ঢাকা- ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম- ৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহকে গণসংযোগকালে গুলিবিদ্ধ করার ঘটনায় তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তির দাবিতে মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের রাজনৈতিক সহযোদ্ধা ভিন্নমত পোষণ করেন। ওসমান হাদি তার রাজনীতি সে করবেন আমাদের রাজনীতি আমরা করব প্রত্যেকটা দলের বাকস্বাধীনতা আছে। প্রত্যেকটা দলের মত পথ আছেন তারপরও দিন শেষে একই সাথে বসবাস করব এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম একের পর এক হত্যা চেষ্টা একের পর এক ষড়যন্ত্র হয়েই আছে।
তিনি আরও বলেন, আমরা ভীত নই। যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত তারা মনে রাখবেন জাতীয়তাবাদী দল যতদিন এই দেশে আছে ততদিন আপনাদের জায়গা নাই। আমরা সমস্ত দেশবাসীকে নিয়ে আমরা একটা সুষ্ঠ নির্বাচনের দিকে যাচ্ছি। আর সেই সময়ে আপনারা দেশী বিদেশী ষড়যন্ত্রকারীরা আপনারা যেই ঘটনা ঘটিয়েছেন এই সমস্ত ঘটনা করে আপনারা কোনভাবে পার পাবেন না।
মাসুদুজ্জামান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন জানাই আপনারা আপনাদের গোয়েন্দা সংস্থাকে আরো বেশি তথ্য যোগাড় করতে বলেন। আরো বেশি আইন প্রয়োগকারী যত সংস্থাগুলি আছেন সমস্ত সংস্থাগুলিকে সজাগ থাকতে বলেন।
তিনি বলেন,আমাদের আশেপাশে যারা আছেন প্রত্যেকটা পাড়া মহল্লায় এই ধরনের ষড়যন্ত্রের সাথে যদি কেউ লিপ্ত থাকে আপনারা দ্রুতই আইনের সাহায্য নেন। থানাকে ইনফর্ম করেন যেকোনো বিনিময়ে তাদের এই ষড়যন্ত্রকে রুখে দিব।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা করেছেন ২৫ তারিখে উনি দেশ দেশে ফিরবেন। আমরা তাকে স্বাগত জানাই।
প্রতিবাদ সভা শেষে নেতা-কর্মীরা মিছিল নিয়ে নবাব সলিমুল্লাহ সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া বিজয় স্তম্ভে এসে মিছিল শেষ করেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক এড. জাকির হোসেন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক খন্দকার স্বপন, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকুসহ বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।
বাংলাদেশ সময়: ২৩:৪০:১১ ৭ বার পঠিত