রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট উদ্বোধন
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫



রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ কনফুসিয়াস ইনস্টিটিউট উদ্বোধন করা হয়েছে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে চীনা ভাষা শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এ উপলক্ষ্যে রাজধানীর উত্তরায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক আবরার, রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ অন্যান্য বক্তারা বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ জোরদারে ইনস্টিটিউটটির ভূমিকা তুলে ধরেন।

বাংলাদেশ ও চীনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, চীনা ব্যবসায়ী সম্প্রদায়ের সদস্য, কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থী এবং চীনা শিক্ষার্থী প্রতিনিধিসহ প্রায় ৩০০ জন অংশগ্রহণকারী উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে সিংহ নৃত্য পরিবেশনা, কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থাপনা, ঐতিহ্যবাহী চা পরিবেশন শিল্প, ক্যালিগ্রাফি প্রদর্শনী এবং চীনা সংস্কৃতি ও দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সম্পর্ক তুলে ধরা হয়।

ঢাকার বাইরে প্রতিষ্ঠিত প্রথম কনফুসিয়াস ইনস্টিটিউট হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রটি উত্তর-পশ্চিমাঞ্চলে চীনা ভাষা শিক্ষার চাহিদা পূরণ করবে এবং দুই দেশের মধ্যে একাডেমিক সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়ের নতুন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:০১   ১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
হাদিকে গুলিবর্ষণে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সিলেট বিএনপির
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট উদ্বোধন
আপনাদের ষড়যন্ত্র কোনদিন কামিয়াব হবে না: মাসুদুজ্জামান
গোল বিতর্কে রূপগঞ্জে সংঘর্ষ, আহত ৫
বন্দরে নারীসহ ৪ পলাতক আসামি গ্রেপ্তার
আড়াইহাজারে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের অমূল্য রত্ন: মান্নান
অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে জানুয়ারিতে সচেতনতামূলক কর্মসূচি
মেগা প্রকল্প নয়, মানুষের মৌলিক চাহিদা পূরণে দৃষ্টি দিতে হবে: পরিবেশ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ