সোমবার রাজধানীতে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোমবার রাজধানীতে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫



সোমবার রাজধানীতে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ও কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের ‘সন্ত্রাসী’ কার্যকলাপ রুখতে সোমবার সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ ডেকেছে ইনকিলাব মঞ্চ। আজ রবিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

তিনি বলেন, ‘সোমবার ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে শহীদ মিনারে একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে ভারতপন্থী কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।
আগামীকাল শহীদ মিনার থেকে ভারতীয় আগ্রাসন ও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা দেশপ্রেমিক সব রাজনৈতিক দলকে সেই সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

হাদির শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে জাবের বলেন, ‘তার অবস্থার কোনো পরিবর্তন আসেনি। ইনকিলাব মঞ্চ ও তার পরিবার হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
চিকিৎসকদের সম্মতি পেলেই তাকে বিদেশে নেওয়া হবে। এ জন্য অর্ধকোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই একটি এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে দেশের গোয়েন্দা সংস্থাগুলোর সমালোচনা করে তিনি বলেন, ‘ওসমান হাদির ওপর হামলার পর দেশের গোয়েন্দা সংস্থাগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা নিজেরা ঘটনার তথ্য সংগ্রহ না করে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছেন।
অথচ তাদের করণীয় ছিল হামলাকারীদের যাবতীয় কর্মকাণ্ড অনুস্মরণ করে তাদের গ্রেপ্তার করা।’

আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি আসামিদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে জাবের বলেন, ‘এই সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’

সরকারকে হুঁশিয়ারি করে তিনি বলেন, ‘যদি হাদির খারাপ কিছু হয়ে যায় তাহলে তখনই এই অন্তর্বর্তী সরকারের বিদায় ঘণ্টা বাজবে। কারণ ছাত্র-জনতাই এই সরকারকে বসিয়েছে। তারাই এই সরকারকে নামিয়ে দেবে।

বাংলাদেশ সময়: ০:০৩:৪১   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোমবার রাজধানীতে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ
বিচারকদের অনেক অভিমতই রাষ্ট্রের গতিপথ নির্ধারণে ভূমিকা রাখে: প্রধান বিচারপতি
রোহিঙ্গা সহায়তায় ২৫ লাখ ডলার দেবে চীন
নির্বাচনে প্রশাসন হবে রেফারির ভূমিকায়, সবাইকে সমান সুযোগ: ডিসি
বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার অটুট থাকবে : তৌহিদ
নির্বাচন বানচালে গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে: নাহিদ
মালামাল পরিবহনে রেল ও নৌপথের ব্যবহার বাড়াতে হবে: পরিকল্পনা উপদেষ্টা
প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই, সময়মতোই ভোট হবে: ইসি সানাউল্লাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ