![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে সেবামূলক প্রতিষ্ঠান ‘মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প’-এর উদ্যোগে ২২৬ জন প্রান্তিক শিশু ও তাদের পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় অবস্থিত প্রকল্পের কার্যালয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর অর্থায়নে এবং ব্যাপ্টিষ্ট এইড-বিবিসিএফ-এর পরিচালনায় বাস্তবায়িত হয়।
সরিষাবাড়ী শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক সঞ্জিত বিশ্বাসের সঞ্চালনায় এবং পাস্টর খোকন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মদন গোপাল সরকার, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাচ্চু মিয়া ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল আলিম।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সংগঠক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি আবুল হোসেন এবং দৈনিক কালবেলা প্রতিনিধি ইসমাইল হোসেন।
উপহার বিতরণের আগে শিশুদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেক কাটা হয়। অনুষ্ঠান শেষে উপকারভোগী শিশুদের মাঝে নিম্নলিখিত সামগ্রীগুলো বিতরণ করা হয়, উন্নত মানের ডাবল কম্বল, পুষ্টিকর খাবার, ডিম ও ডাল সহ প্রয়োজনীয় স্বাস্থ্য সামগ্রী। এছাড়াও শিশুদের জন্য মধ্যাহ্নভুজ চিকেন পোলাও বিতরণ করা হয়।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রান্তিক শিশুদের জীবনমান উন্নয়ন এবং শীতকালীন কষ্ট লাঘব করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রকল্পের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:৪৩:১০ ৩৯ বার পঠিত