![]()
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে গানে গানে ছায়ানটের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংস্কৃতিক কর্মীরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা সংস্কৃতির ওপর হামলার বিচার এবং হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে ধানমন্ডির শংকর এলাকায় ছায়ানটের প্রধান ফটকের সামনে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিবাদকারীরা দলবদ্ধভাবে দেশাত্মবোধক ও প্রতিবাদী গান পরিবেশন করেন এবং শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন।
প্রতিবাদ চলাকালে ‘ওসমান হাদির খুনিদের বিচার চাই’, ‘পত্রিকা-বিদ্যালয় আগুন নয়’, ‘শিশুরা কাঁদছে’, ‘বিদ্যালয়ে আগুন, বই পুড়ছে’, ‘ছায়ানটে হামলা কেন?’, ‘ছায়ানটে হামলাকারীদের গ্রেফতার ও বিচার কর’, ‘সংস্কৃতির ওপর আক্রমণ কেন?’, ‘ছায়ানটে হামলার বিচার চাই’, ‘মব সন্ত্রাসীদের প্রতিরোধ করো’—এমন নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
প্রতিবাদে অংশগ্রহণকারীরা বলেন, শিক্ষা ও সংস্কৃতির ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান লক্ষ্য করে সহিংসতা একটি ভয়ংকর বার্তা বহন করে, যা রুখে দিতে রাষ্ট্র ও সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।
এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ছায়ানট পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে তিনি হামলার ঘটনায় ধারণকৃত সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেন এবং দায়ীদের আইনের আওতায় আনার আশ্বাস দেন।
প্রতিবাদকারীরা দ্রুত তদন্ত সম্পন্ন করে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বাংলাদেশ সময়: ২৩:৩৭:০৩ ৯ বার পঠিত