গাজীপুরে কারখানার আগুন সাড়ে ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

প্রথম পাতা » গাজীপুর » গাজীপুরে কারখানার আগুন সাড়ে ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫



গাজীপুরে কারখানার আগুন সাড়ে ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুরে কারখানার আগুন সাড়ে ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার ভেতরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এর আগে, বিকেল ৩টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের বসুগাঁও এলাকার ‘সজন’ ফিলিং স্টেশন-সংলগ্ন কারখানায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে দিশারী প্যাকেজিং কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। প্রথমে কারখানার শ্রমিক ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি এবং গাজীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ফাইটাররা।

আগুনে কারখানার শেড এবং ভেতরে থাকা প্যাকেজিং তৈরির কাঁচামাল ও তৈরি পণ্যসহ সব মালামাল পুড়ে গেছে। কারখানাটি স্টিলের কাঠামোয় তৈরি হওয়ায় তাপের তীব্রতায় অনেক অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কারখানার ভেতরে থাকা মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে আগুনের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ২৩:৪২:৫৬   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


গাজীপুরে কারখানার আগুন সাড়ে ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
ডিভাইস শিল্পের বিনিয়োগ সুরক্ষা দেবে সরকার : ফয়েজ আহমদ তৈয়্যব
রেলওয়ে বিভাগ জনবলের ৩ ভাগের একভাগ নিয়ে কাজ করছে
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হোন : হাসান উদ্দিন সরকার
গাজীপুরে যৌথ অভিযানে সন্ত্রাসী গ্রেফতার নিয়ে অপপ্রচার, সেনাবাহিনীর সতর্কতা
গাজীপুরে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক মোল্লাসহ গ্রেফতার ৭
কঠোর নির্দেশ দেয়া হয়েছে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সবার সম্মিলিত প্রচেষ্টায় শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করা সম্ভব : পরিবেশ উপদেষ্টা
নির্বাচনী ট্রেন লাইনে উঠে গেছে : মির্জা ফখরুল
এবার ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোচালক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ