শহীদ হাদি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন বীর : শিবির সভাপতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » শহীদ হাদি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন বীর : শিবির সভাপতি
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫



শহীদ হাদি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন বীর : শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শহীদ হাদি ছিলেন আধিপত্যবাদ ও দুর্নীতির বিরুদ্ধে এক আপসহীন বীর। যারা শহীদ শরিফ ওসমান বিন হাদিকে শহীদ করেছে তারা ভুল করেছে। কত বড় ভুল করেছে তারা শহীদ শরিফ ওসমান বিন হাদির জানাজা দেখে আশা করি বুঝতে পেরেছে।

তিনি বলেন, তাদের ন্যূনতম জ্ঞান থাকা দরকার ছিল জুলাই-আগস্টের যেই আদর্শিক ভিত্তির ওপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে সেখানে একজন হাদিকে হত্যা করে জুলাইকে পরিবর্তন করে দেওয়া যাবে না।
তারা যদি মনে করে একজন জুলাইযোদ্ধাকে হত্যা করে বাংলাদেশের আগামী দিনের সম্ভাবনার ধারাকে পরিবর্তন করে দেওয়া যাবে তাহলে তারা নিঃসন্দেহ বোকার স্বর্গে বাস করছে।

গতকাল শনিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলরুমে আয়োজিত শহীদ শরিফ ওসমান হাদির শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় ‘ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম’-এর উদ্যোগে এক আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবির সভাপতি বলেন, যারা শাহাদাতের তামান্নায় উজ্জীবিত তাদের মৃত্যুর ভয় দেখানো যায় না, তারা মৃত্যুকে ভয় পায় না। জুলাইযোদ্ধা তরুণ বিপ্লবীরা মৃত্যুকে ভয় পায় না।
ইসলামী ছাত্রশিবিরের শত শত শাহাদাতের ওপরে আজ লক্ষ লক্ষ, কোটি কোটি জনতা ছাত্রশিবিরের এই শাহাদাতের তামান্নাকে লালন করছে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি আগামী দিনে শহীদ ওসমান হাদির স্বপ্নগুলো আরো অসংখ্য হাদি তৈরি হবে এবং হাদির স্বপ্নের ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও-২ আসনের জামায়াতের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদের প্রত্যেককে শহীদ হতে হয়েছে। শহীদ শরিফ ওসমান বিন হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন।
যার ফলে আধিপদত্যবাদের দোসরদের হাতে তাকে শহীদ হতে হয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনের এমপি প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, শহীদ ওসমান বিন হাদি একটি নাম, একটি ইতিহাস। আগ্রাসনবিরোধী এবং ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের এক প্রতিবাদী কণ্ঠস্বরের নাম হলো শহীদ শরিফ ওসমান বিন হাদি। দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে এক সাহসী সেনা নায়কের নাম হাদি। তিনি ইনসাফের কথা বলতেন।
তিনি দুর্নীতিমুক্ত সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার কথা বলতেন। আমরা যত দিন বেঁচে থাকব আধিপত্যবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই সংগ্রাম চলবেই, চলবে।

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি আমাদের দেখিয়েছেন কিভাবে ইনসাফের জন্য লড়াই করতে হয়। শহীদ ওসমান হাদি আজ সারা বাংলাদেশের মানুষের প্রেরণার বাতিঘর। আজকে বাংলাদেশের ছাপান্না হাজার বর্গমাইলজুড়ে শহীদ ওসমান বিন হাদির আদর্শ ছড়িয়ে পড়েছে। আগামীর যেই প্রজন্ম, আগামীর যেই বাংলাদেশ সেই বাংলাদেশে শহীদ ওসমান বিন হাদি সবসময় জীবন্ত থাকবেন।

তিনি বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে এবং বাংলাদেশে ইনসাফ কায়েমের জন্য, শহীদদের আকাঙ্খার আলোকে এক নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য শহীদ ওসমান বিন হাদিসহ একত্রে রাজপথে লড়াই করার সুযোগ হয়েছে। তিনি আমাদেরকে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের যেই স্বপ্ন দেখিয়েছেন আমরা তার স্বপ্ন পূরণ না করে ঘরে ফিরে যাবো না।

ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের ভাইস-চেয়ারম্যান আমিনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক প্রফেসর ইকবাল হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বেলাল হোসাইন, বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা কর্মপরিষদ সদস্য শাহজালাল জুয়েল, ঠাকুরগাঁও চিরন্তন সংগঠনের সভাপতি সুজন আলী প্রমুখ।

সভা শেষে শহীদ শরিফ ওসমান বিন হাদির শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২২:৫৬:৩৩   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ইনসাফভিত্তিক-সুন্দর নারায়ণগঞ্জ গড়ার চেষ্টা করছি: মাওলানা মইনুদ্দিন
বড়দিন উপলক্ষে নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই: এসপি
শহীদ হাদি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন বীর : শিবির সভাপতি
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাবির ৬ ডিন
নির্বাচন বানচাল করতেই ওসমান হাদিকে হত্যা: জুনায়েদ সাকি
সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের ১০০০ রেগুলেটর ধ্বংস
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন তিন বাহিনী প্রধান
বিএনপি ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে : তারেক রহমান
ফ্যাসিবাদী শাসনামল ছিল গণমাধ্যমের জন্য কঠিন সময়: মতিউর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ