![]()
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক ৪৬ হাজার ৪১৯ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে মোট ২২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
এসব প্রকল্পের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩০ হাজার ৪৮২ কোটি ৪৯ লাখ টাকা, বৈদেশিক ঋণ ১ হাজার ৬৮৯ কোটি ৬১ লাখ টাকা এবং সংস্থা ও প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়ন ১৪ হাজার ২৪৭ কোটি ৫৬ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প রয়েছে ১৪টি, সংশোধিত প্রকল্প ৫টি এবং মেয়াদ বাড়ানো হয়েছে ৩টি প্রকল্পের।
সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদসহ পররাষ্ট্র, খাদ্য ও ভূমি, সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক, স্বরাষ্ট্র, কৃষি, শিল্প, স্থানীয় সরকার, বিদ্যুৎ ও জ্বালানি, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা, পানি সম্পদ এবং ধর্মবিষয়ক উপদেষ্টারা উপস্থিত ছিলেন। পাশাপাশি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও সভায় অংশ নেন।
আজকের সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তিনটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন পায়। এর মধ্যে রয়েছে কর্ণফুলী টানেল থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়ন, দিনাজপুর অঞ্চলের গুরুত্বপূর্ণ মহাসড়ক ও কালভার্ট পুনর্নির্মাণ এবং ঢাকা থেকে সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণে ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় নারায়ণগঞ্জের আলীগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের সংশোধন অনুমোদন দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের পাঁচটি প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকা ওয়াসার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি স্থাপন, সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন ও বিশুদ্ধ পানি সরবরাহ, জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন, পটুয়াখালী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সিলেট বিভাগের উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ প্রকল্প।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মধ্যে মোংলা নৌঘাঁটির অবকাঠামো উন্নয়ন এবং সাভারে সেনাবাহিনীর ফিজিওথেরাপি ও পুনর্বাসন প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্প অনুমোদন পায়।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে দেশের একমাত্র তেল পরিশোধনাগার আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প অনুমোদিত হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় গাজীপুরে দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পুনর্নির্মাণ প্রকল্পের সংশোধন অনুমোদন দেওয়া হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে উন্নত নার্সিং শিক্ষা ও গবেষণা সক্ষমতা বৃদ্ধির একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মধ্যে দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর উন্নয়ন প্রকল্প রয়েছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের চারটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম জোরদার করা হবে।
কৃষি মন্ত্রণালয়ের আওতায় বগুড়া অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প এবং ধর্ম মন্ত্রণালয়ের অধীনে দারুল আরকাম ইসলামী শিক্ষাব্যবস্থার দ্বিতীয় পর্যায়ের প্রকল্পও অনুমোদন পেয়েছে।
এ ছাড়া সভায় পরিকল্পনা উপদেষ্টা ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১০টি প্রকল্প সম্পর্কে একনেক সভাকে অবহিত করেন। এসব প্রকল্পের মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, শব্দদূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু ঝুঁকিপূর্ণ দ্বীপ ও চরাঞ্চলের উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ, বন্যা ব্যবস্থাপনা, র্যাবের সক্ষমতা বৃদ্ধি, পরিকল্পনা মন্ত্রণালয়ের ভবন উন্নয়ন, ফরিদপুরের লেক উন্নয়ন এবং অর্থনৈতিক শুমারির সংশোধিত প্রকল্প।
এই অনুমোদনের মাধ্যমে দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পানি ব্যবস্থাপনা ও সামাজিক উন্নয়ন কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫:৪৭:২৪ ১০ বার পঠিত