শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

কেরানীগঞ্জে এক মাদ্রাসায় বিস্ফোরণ, বোমা ও বোমা তৈরির কেমিক্যাল উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » কেরানীগঞ্জে এক মাদ্রাসায় বিস্ফোরণ, বোমা ও বোমা তৈরির কেমিক্যাল উদ্ধার
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫



কেরানীগঞ্জে এক মাদ্রাসায় বিস্ফোরণ, বোমা ও বোমা তৈরির কেমিক্যাল উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় উম্মুল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন বলে জানা যায়।

ঘটনাস্থল থেকে ৪০০ লিটার কেমিক্যাল ও ৪ টি বোমা উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে।

বিস্ফোরণের ঘটনায় ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান শনিবার বিকেল ৫ টায় প্রেস ব্রিফিং করেন।

পুলিশ সুপার বলেন, গতকাল শুক্রবার দুপুর ১২ টায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায়, মাদ্রাসা শিক্ষক আলামিন এর দুই ছেলে সহ, ৪ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৪০০ লিটার কেমিক্যাল, ৪ টি বোমা, একটি ল্যাপটপ, দুটি মনিটার উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে আটক করা হয়েছে। সিআইডির বোমা ডিসপোজাল ক্রাইম ইউনিট বোমা তৈরির কেমিক্যাল, ককটেল ও বোমা উদ্ধার করেন।

‎স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বিস্ফোরণের বিকট শব্দে এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। এতে মাদ্রাসাটির ওই ভবনের দেয়াল উড়ে গেছে এবং ভবনে থাকা আসবাবপত্র ও জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়।

তারা আরও জানায়, মাদ্রাসা ভবনের পাশে থাকা মোহাম্মদ হোসেনের মালিকানাধীন ৪ তলা ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৩৭   ৮ বার পঠিত