রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

ছুটির দিনেও অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ছুটির দিনেও অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫



ছুটির দিনেও অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে  বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক

আজ ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ভূঁইঘর দারুচ্ছুন্নাহ মাদ্রাসা ও হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলেন। একইসাথে, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে এবং গণভোট এর বিষয়ে সকলকে অবহিত করেন।
এর পাশাপাশি জেলা প্রশাসক উপজেলা মডেল মসজিদ নির্মাণের প্রস্তাবের জন্য জোড়পুকুরপাড় জামে মসজিদ সংলগ্ন খাস জমি এবং ভূঁইঘর পূর্বপাড়ায় খাস জমি পরিদর্শন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ আলমগীর হোসাইন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দীন, এসিল্যান্ড ( ফতুল্লা রাজস্ব সার্কেল), সদর উপজেলা ইঞ্জিনিয়ারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ০:০০:৫৬   ৯ বার পঠিত