মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর হওয়ার প্রত্যয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর হওয়ার প্রত্যয়
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫



বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর হওয়ার প্রত্যয়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চোরাচালান রোধে উপজেলা প্রশাসনের বিশেষ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হাই-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা-উল-হুসনা, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন, বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান
সোহেল রানা পলাশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন।

সভায় উপজেলার জনস্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে পৌর এলাকার ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করা। শহরের যানজট নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ। উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থাকা সিএনজি স্ট্যান্ড ও মাছ বাজার অন্যত্র সরিয়ে নেওয়া। বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশু নির্যাতন রোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা। অনলাইন জুয়া এবং মাদকের বিস্তার রোধে প্রশাসনের অভিযান আরও জোরদার করা।

সভায় বক্তারা বলেন, শুধু প্রশাসনের পক্ষে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। একটি শান্তিময় ও সুশৃঙ্খল সমাজ গড়তে জনপ্রতিনিধি, সাধারণ মানুষ এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ২২:৫৬:৫০   ১১ বার পঠিত