শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬

সুইজারল্যান্ডে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, বিভিন্ন দেশের শোক

প্রথম পাতা » আন্তর্জাতিক » সুইজারল্যান্ডে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, বিভিন্ন দেশের শোক
শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬



সুইজারল্যান্ডে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, বিভিন্ন দেশের শোক

সুইজারল্যান্ডের বিলাসবহুল স্কি রিসোর্টে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা ৪৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় শোকাহত হয়ে পড়েছে পুরো অঞ্চল। ফ্রান্স, ইতালি, জার্মানি, ইউক্রেনসহ বিশ্বের বিভিন্ন দেশ সুইজারল্যান্ডের প্রতি সংহতি ও সমবেদনা জানিয়েছে।

গত বহস্পতিবার (১ জানুয়ারি) রাত দেড়টার দিকে সুইজারল্যান্ডের বিলাসবহুল স্কি রিসোর্ট শহর ক্রঁ-মন্টানার লে কনস্টেলেশন নামের পানশালায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, নতুন বছর উদযাপন করতে ওই পানশালায় জড়ো হন অনেক মানুষ।

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ভেতরে আটকা পড়ে অনেকে। এতে হতাহত হন বহু মানুষ। কর্তৃপক্ষ আজ শুক্রবার (২ জানুয়ারি) জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৪৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১১২ জন।

ওই ঘটনার কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় ক্রঁ-মন্টানার সেই রিসোর্টের সামনে জড়ো হন শোকাহতরা। নিহতদের স্মরণে শ্রদ্ধা জানান সুইজারল্যান্ডের শত শত মানুষ।

সুইস প্রেসিডেন্ট গি পারমেলিন নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লেখেন, যে রাতটি আনন্দের হওয়ার কথা ছিল, তা শোকে পরিণত হয়েছে। এই মর্মান্তিক ঘটনা শুধু সুইজারল্যান্ড নয়, বিদেশের মানুষকেও গভীরভাবে নাড়া দিয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশ সুইজারল্যান্ডের প্রতি সংহতি ও সমবেদনা জানিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ ইউরোপের নেতারা গভীর শোক প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২৩:৩০:১৭   ১০ বার পঠিত