তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা

প্রথম পাতা » ছবি গ্যালারী » তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা
শনিবার, ৩ জানুয়ারী ২০২৬



তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের শীর্ষ নেতারা।

আজ শনিবার বিকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাখা শোকবইয়ে সই করেন তারা। একইসঙ্গে পরিষদের নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

পরিষদের নেতারা গুলশান কার্যালয়ে পৌঁছালে বিএনপির সিনিয়র নেতারা তাদের স্বাগত জানান। এ সময় ঐক্য পরিষদের প্রতিনিধি দলটি শোকবইয়ে বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও গণতন্ত্রের লড়াইয়ে তার অবদানের কথা স্মরণ করে শ্রদ্ধাপূর্ণ বার্তা লিপিবদ্ধ করেন।

শোকবইয়ে সই করা শেষে প্রতিনিধি দলটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা শোকসন্তপ্ত তারেক রহমানকে ব্যক্তিগতভাবে সান্ত্বনা জানান এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও অন্যান্য শীর্ষ নেতারা।

হিন্দু নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি চিত্ত রঞ্জন মজুমদার, সাধারণ সম্পাদক ডি. এন. চ্যাটার্জী, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক বইয়ে স্বাক্ষরের কর্মসূচি চলছে।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৫২   ২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রংপুরে ছিন্নমূলদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
সড়ক দুর্ঘটনায় সরিষাবাড়ী ও বান্দরবানের দুই তরুণ-তরুণীর মৃত্যু
সাংবাদিকরা কারও রাখাল নয়, তারা সত্যের পাহারাদার: প্রিন্স
আবারও হোঁচট খেলো ম্যানচেস্টার ইউনাইটেড
নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ডের বিষয়ে আমরা শঙ্কিত : মামুনুল হক
শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলেন আ. লীগ নেতা
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সমাজকে আরও দায়িত্বশীল হতে হবে: উপদেষ্টা শারমীন
‘খালেদা জিয়ার মৃত্যু স্বাভাবিক নয়, হত্যার দায় হাসিনাকেই নিতে হবে’
শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যে ভূমিকা দরকার, বিএনপি তা-ই করবে: নজরুল ইসলাম খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ