![]()
লা লিগায় নিজের প্রথম হ্যাটট্রিক করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন তরুণ ফরোয়ার্ড গঞ্জালো গার্সিয়া। তার দুর্দান্ত নৈপুণ্যে রোববার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুয়ে রিয়াল মাদ্রিদ ৫-১ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল বেতিসকে।
২১ বছর বয়সী গার্সিয়া এই ম্যাচে একাদশে সুযোগ পান ইনজুরিতে থাকা লিগের শীর্ষ গোলদাতা কিলিয়ান এমবাপ্পের বদলি হিসেবে। আর সেই সুযোগ পুরোপুরি কাজে লাগান তিনি।
ম্যাচের ২০তম মিনিটে রোদ্রিগোর নেওয়া ফ্রি-কিক থেকে হেডে গোল করে দলকে এগিয়ে নেন গার্সিয়া। বিরতির পর ৫০তম মিনিটে বুকে বল নামিয়ে দুর্দান্ত ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এরপর কর্নার থেকে রাউল আসেনসিওর হেডে আসে মাদ্রিদের তৃতীয় গোল।
৬৬তম মিনিটে বেতিসের কুচো হার্নান্দেজ এক গোল শোধ দিলেও ম্যাচে ফেরার সুযোগ পায়নি অতিথিরা।
৮২তম মিনিটে আর্দা গুলেরের পাস হিল-ফ্লিকে জালে পাঠিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন গার্সিয়া। পরে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় গ্যালারি ভর্তি দর্শকের দাঁড়িয়ে করতালিতে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। যোগ করা সময়ে বদলি ফেরান গার্সিয়া পঞ্চম গোলটি করে জয় নিশ্চিত করেন।
ম্যাচ শেষে কোচ জাবি আলোনসো বলেন, ‘এটা ওর জন্য স্বপ্নের মতো একটি ম্যাচ।
প্রথম মৌসুমেই বার্নাব্যুতে হ্যাটট্রিক, এটা বিশেষ কিছু। প্রতিদিন সে যেভাবে পরিশ্রম করে, সেটা সত্যিই প্রশংসার যোগ্য।’
গঞ্জালো গার্সিয়া বলেন, ‘শৈশব থেকেই আমি রিয়াল মাদ্রিদের সমর্থক। একাডেমিতে বড় হওয়া একজন খেলোয়াড় হিসেবে এই সমর্থন আমার জীবনের স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।’
এই জয়ের ফলে লিগে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ শীর্ষে থাকা বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে থাকল।
শীতকালীন বিরতির পর এমন দাপুটে জয় কোচ আলোনসোর ওপর থাকা চাপও অনেকটাই কমিয়েছে।
এদিকে সামনে স্প্যানিশ সুপার কাপ খেলতে সৌদি আরব যাচ্ছে মাদ্রিদ। জেদ্দায় সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদ।
বাংলাদেশ সময়: ১২:০৬:১০ ২৬ বার পঠিত