![]()
জামালপুর প্রতিনিধি : ”দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর বর্ণাঢ্য পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের অর্জিত সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি বিশেষ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিমুজ্জামান।
আলোচনার শুরুতেই সফল খামারিদের পক্ষ থেকে নিজেদের অভিজ্ঞতা ও সংগ্রামের কথা তুলে ধরে বক্তব্য রাখেন বানু বেগম ও রুহুল আমিন সেলিম। এছাড়াও অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অতিথিরা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ রোমান শেখ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আঃ আজিজ প্রমুখ।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দেশীয় প্রাণিসম্পদের উন্নয়ন ঘটিয়ে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ সুলতান-এর সঞ্চালনায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী খামারিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এছাড়াও শিক্ষার্থীদের জন্য আয়োজিত চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুল সংখ্যক সফল খামারি উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:৪৫:৩৩ ৫৭ বার পঠিত