![]()
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ ককটেল বিস্ফোরণের ঘটনাস্থল থেকে শতাধিক হাতবোমা তৈরির উপযোগী বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বসতঘর থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার উপকরণ দিয়ে শতাধিক ককটেল তৈরি করা সম্ভব। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় সেখানে অন্তত শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
এর আগে বৃহস্পতিবার ভোররাতে ওই বাড়িতে ককটেল তৈরির সময় হঠাৎ বিকট বিস্ফোরণে পুরো বসতঘরটি বিধ্বস্ত হয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত দুই যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। এর আগেও দুই পক্ষের সংঘর্ষে শত শত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন।
ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত দুইজনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বাংলাদেশ সময়: ১৬:৪০:৩৫ ১৩ বার পঠিত