শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

প্রবীণদের স্বাস্থ্য সেবায় সম্মান ও যত্ন নিশ্চিত করুন : স্বাস্থ্য সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রবীণদের স্বাস্থ্য সেবায় সম্মান ও যত্ন নিশ্চিত করুন : স্বাস্থ্য সচিব
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬



প্রবীণদের স্বাস্থ্য সেবায় সম্মান ও যত্ন নিশ্চিত করুন : স্বাস্থ্য সচিব

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বলেছেন, প্রবীণরা আমাদের পরিবারের ভিত্তি এবং আমাদের পথ প্রদর্শক। তাই তাদের স্বাস্থ্য সেবায় সম্মান ও যত্ন নিশ্চিত করতে হবে।

স্বাস্থ্য বিভাগের সচিব আজ বেলা দুইটায় নাটোর নার্সিং ইনষ্টিটিউট হলরুমে ‘প্রবীণ মানসিক স্বাস্থ্য ও সার্ভিস রুলস’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মো. সাইদুর রহমান বলেন, প্রবীণরা বার্ধ্যক্যে শারিরিক দুর্বলতার কারণে মানসিকভাবে বেশী নির্ভরশীল হন। পরিবারে তাদের পাশে থেকে তাদের একাকিত্ব দূর করতে হবে।

আর অসুস্থ হয়ে হাসপাতালে আসলে তাদের সঙ্গে শুধু ভালো ব্যবহারই নয় একটু দরদ দিয়ে যত্ন করতে হবে। এটি আমাদের চাকুরীর দায়িত্ব পালনের পাশাপাশি অমূল্য ইবাদত।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আরো বলেন, প্রবীণদের সাহচর্যে থাকলে মানসিক সাহস ও শক্তি বৃদ্ধি পায়। মনে প্রশান্তি আসে। তাই সকল করণীয় কাজ সহজ হয়ে যায়।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীনের সভাপতিত্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সারোয়ার, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. মঈনুল আহসান, স্বাস্থ্য সেবা বিভাগের উপ সচিব মো. গোলাম কিবরিয়া প্রমুখ।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব নব নির্মিত নাটোর নার্সিং ইনষ্টিটিউট পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, নার্সিং ডিপ্লোমার শিক্ষা কার্যক্রম অচিরেই শুরু হতে যাচ্ছে। পাশাপাশি এই ইনষ্টিটিউটে নার্সিং কলেজের কার্যক্রম চালুর উদ্যোগ গ্রহন করা হবে।

এরআগে ২৫০ শয্যার নাটোর আধুনিক সদর হাসপাতাল পরিদর্শনকালে সচিব জানান, নতুন জনবল নিয়োগ প্রদান করে হাসপাতালে চার শয্যার আইসিইউ ইউনিট, কিডনী ইউনিটে ডায়ালোসিস কার্যক্রম চালু এবং কার্ডিলজিষ্ট নিয়োগ প্রদান করে সিসিইউ ইউনিট অচিরেই চালু করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:১১:৪৯   ১৫ বার পঠিত