মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

সরিষাবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও কোরআন খতম

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও কোরআন খতম
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬



সরিষাবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও কোরআন খতম

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে আরামনগর বাজার হাজী যুব সমাজের উদ্যোগে মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম। তিনি তাঁর বক্তব্যে মরহুমা বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও ত্যাগের কথা স্মরণ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

গোলাম কিবরিয়া বাবলু সভাপতিত্বে এবং গোলাম কামরান অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন- শামসুল হক,লাবিব হোসেন তালুকদার লিটন, আমিমুল হাসান শাহিন, হুমায়ুন কবির শ্যামল, মোজাম্মেল হক নিপ্পন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কোরআন খতম শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি মো. মেহেদী হাসান। মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল প্রার্থনা করা হয়।

উক্ত দোয়া মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ২৩:১২:৩১   ৫৯ বার পঠিত