![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৪ জানুয়ারি) উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী দ্বীপচর এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন আবাদি জমি ও নদী তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সুখনগরী দ্বীপচর এলাকায় একদল অসাধু চক্র দীর্ঘ দিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে কৃষি জমি ও পরিবেশের মারাত্মক ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছিল। জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট এলাকার স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, অবৈধ বালু উত্তোলনের ফলে ওই এলাকার রাস্তাঘাট ও ফসলি জমি হুমকির মুখে ছিল।
বাংলাদেশ সময়: ২২:৩৮:৩৯ ৪২ বার পঠিত