শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

ফতুল্লায় চোরাই মোটরসাইকেল চক্রের মূল হোতাসহ চারজন গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় চোরাই মোটরসাইকেল চক্রের মূল হোতাসহ চারজন গ্রেফতার
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬



ফতুল্লায় চোরাই মোটরসাইকেল চক্রের মূল হোতাসহ চারজন গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় তিনটি চোরাই মোটরসাইকেলসহ মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা আতাউর রহমানসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকালে ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাকিবুল ইসলাম নামে এক মোটরসাইকেল মালিক ফতুল্লা মডেল থানায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন— চক্রের মূল হোতা আতাউর রহমান (৩৫), আশরাফুল খান ওরফে নিলয় (২৭), সুমন (৪৫) ও শ্রাবণ (২৮)।

মামলায় উল্লেখ করা হয়, গত ১২ জানুয়ারি রাতে ফতুল্লার গিরিধারা এলাকায় বিসমিল্লাহ টুইন টাওয়ারের আন্ডারগ্রাউন্ড পার্কিং থেকে বাদীসহ তিনজনের তিনটি মোটরসাইকেল চুরি করা হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, চুরি হওয়া মোটরসাইকেলসহ চোর চক্রের মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:০৬   ৮ বার পঠিত