![]()
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান কড়াইবাসীর উদ্দেশে বলেছেন, ‘আমি আপনাদেরই সন্তান। আপনাদের সুবিধাু-অসুবিধার কথাই আমি বলব এবং আপনাদের জন্যই কাজ করব। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।’
কড়াইলবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেছেন, ‘আমাদের রাজনীতি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি। আমি আপনাদেরই সন্তান। আপনাদের পাশে থেকেই কাজ করতে চাই। সবাই আল্লাহর দরবারে একসঙ্গে হাত তুলে দেশের কল্যাণ কামনা করবেন।’
আজ মঙ্গলবার বিকেলে মহাখালী টিএন্ডটি মাঠে ‘কড়াইবাসীর’ আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির চেয়ারম্যান এসব কথা বলেন।
এর আগে বেলা ৪ টায় তােেরক রহমান দোয়া মাহফিলে উপস্থিত হন এবং সামনে উপস্থিত সবার উদ্দেশ্য দু’হাতে তুলে অভিবাদন জানান।
কড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, ‘যার জন্য আজকের দোয়া মাহফিল, তিনি আমার মা বেগম খালেদা জিয়া। তিনি জীবিত থাকা অবস্থায় মা-বোনদের শিক্ষার প্রসারে বিনামূল্যে নানান উদ্যোগ নিয়েছিলেন। একইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশবাসী বহুভাবে উপকৃত হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের রাজনীতি সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।’
তারেক রহমান কড়াইলবাসীর উদ্দেশে বলেন, ‘আপনারা কষ্ট করছেন, থাকার কষ্ট করছেন, আমরা ধীরে ধীওে সেই সমস্যার সমাধান করতে চাই। আল্লাহর রহমতে আমরা এখানে উঁচুু বড় বড় বিল্ডিং করে দিতে চাই এবং এইখানে যে মানুষগুলো থাকেন, তাঁদের নামে রেজিস্ট্রি করে আমরা প্রতিটি ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাঁদের নামে আমরা দিতে চাই।’
তারেক রহমান বলেন, ‘আমরা জানি এখানে আপনাদের যে সন্তানেরা আছে, তাদের এখানে লেখাপড়ার সমস্যা আছে। আল্লাহ যদি রহম করেন আমরা এখানে চাই বাচ্চাদের জন্য সুন্দর স্কুল গঠন করব। স্কুলের পাশাপাশি তাদের খেলাধুলার যাতে পরিবেশ থাকে, খেলাধুলার জন্য যাতে মাঠ থাকে, সেই ব্যবস্থাও ইনশা-আল্লাহ আমরা এখানে করতে চাই।’
ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা বিএনপির রয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, ‘আপনাদের চিকিৎসা ক্ষেত্রে যাতে সমস্যা না হয়, আপনাদের যাতে দূরে যেতে না হয়, আপনাদের এলাকার মধ্যে ক্লিনিক থাকবে, হাসপাতাল থাকবে—সবকিছু থাকবে। এইভাবে আমরা আপনাদের এই এলাকাকে গড়ে তুলতে চাই। এইভাবে সাজিয়ে তুলতে চাই।’
আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন তারেক রহমান, কড়াইল বস্তিটি ওই নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত। প্রতীক বরাদ্দ শেষে ২২ জানুয়ারি এই নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে।
এ প্রসঙ্গ ধরে উপস্থিত জনতার উদ্দেশ্য বিএনপির চেয়ারম্যান বলেন, আমি নির্বাচনে আগামীতে ব্যাস্ত থাকবো। আমাকে সারা দেশে যেতে হবে। সেই যাত্রায় আপনারাই হবেন আমার শক্তি। আর যারা আজকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, মা, বোন ভাই সবার কাছে অনুরোধ যারা আসতে পারেননি তাদের কাছে আমার বার্তা পৌঁছে দেবেন।
জনগণের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, ঐক্য থাকলে সমস্ত সংকট মোকাবিলা করা সম্ভব। আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ বিল ও গ্যাস বিলসহ জনজীবনের নানা সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নিতে সহজ হবে। তবে এসব পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থন জরুরি।
দোয়া মাহফিল সঞ্চালনা করেন ঢাকা -১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম। এতে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানও অংশ নেন।
সব শেষে স্বাধীনতা যুদ্ধ এবং ২৪ এর গণঅভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ২২:৩৫:৪৫ ৯ বার পঠিত