বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

সুয়ারেজের জোড়া গোলে চ্যাম্পিয়ন পিএসজিকে হারাল স্পোর্টিং

প্রথম পাতা » খেলাধুলা » সুয়ারেজের জোড়া গোলে চ্যাম্পিয়ন পিএসজিকে হারাল স্পোর্টিং
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬



সুয়ারেজের জোড়া গোলে চ্যাম্পিয়ন পিএসজিকে হারাল স্পোর্টিং

শেষ মুহূর্তের নাটকীয় গোলে চ্যাম্পিয়নস লিগে বড় ধাক্কা খেল পিএসজি। মঙ্গলবার রাতে ঘরের মাঠে স্পোর্টিং লিসবন ২-১ গোলে হারিয়েছে ফরাসি জায়ান্টদের। ম্যাচের নায়ক লুইস সুয়ারেজ। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে দলকে স্মরণীয় জয় এনে দেন কলম্বিয়ান ফরোয়ার্ড।

ম্যাচের ৯০তম মিনিটে হেডে জয়সূচক গোলটি করেন সুয়ারেজ। এর আগে ৭৯তম মিনিটে পিএসজির হয়ে সমতা ফেরান বদলি নামা খাভিচা কাবারেৎস্কেলিয়া। তবে শেষ রক্ষা হয়নি লুইস এনরিকের দলের।

এই হারের ফলে ১৩ পয়েন্ট নিয়ে পিএসজি আপাতত পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে নেমে গেছে।
শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোতে ওঠার লক্ষ্যে তাদের অবস্থান এখন ঝুঁকিপূর্ণ। বুধবারের ম্যাচগুলোর ফলাফলের ওপর নির্ভর করবে তাদের ভাগ্য।

ম্যাচে বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও পরিষ্কার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় পিএসজি। প্রথমার্ধে মার্কিনিওসের দুটি হেড লক্ষ্যভ্রষ্ট হয়।
আধাঘণ্টা পর ওয়ারেন জাইরে-এমেরির করা গোল ভিএআরে বাতিল হয়। ম্যাচজুড়ে ভিএআর-এর কারণে পিএসজির তিনটি গোলই বাতিল হয়।

বিরতির আগে কাছ থেকে গোল মিস করেন উসমান দেম্বেলে। অন্যদিকে স্পোর্টিং গোলরক্ষক রুই সিলভা ভিটিনহা, ফাবিয়ান রুইজ ও ব্র্যাডলি বারকোলার শট ঠেকিয়ে দলকে খেলায় রাখেন।

৭৪তম মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া সুযোগে প্রথম গোলটি করেন সুয়ারেজ।
পিএসজির রক্ষণভাগের দুর্বল ক্লিয়ারেন্স ও ডিফ্লেকশন কাজে লাগান তিনি। পরে শেষ মুহূর্তে আবারও আঘাত হেনে গ্যালারি মাতান এই কলম্বিয়ান।

ম্যাচ শেষে হতাশা প্রকাশ করে পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, ‘এটা ছিল আমাদের মৌসুমের সেরা অ্যাওয়ে ম্যাচ। ফলাফলটা অন্যায় মনে হচ্ছে। আমরা পুরো ম্যাচে আধিপত্য করেছি, কিন্তু ফুটবলে এমনটাই হয়।’

আগামী আট দিনের মধ্যে নিউক্যাসলের বিপক্ষে নিজেদের মাঠে ম্যাচ খেলবে পিএসজি। সেই ম্যাচই নির্ধারণ করে দেবে, ফেব্রুয়ারিতে দুই লেগের প্লে-অফ এড়াতে পারবে কি না ফরাসি চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ১১:৫৮:৪১   ৫ বার পঠিত